shono
Advertisement
Mohun Bagan

লিস্টনের গোলে নয়া রেকর্ড মোহনবাগানের, হাতের নাগালে লিগ শিল্ড দেখছেন মোলিনা

'মোহনবাগানের মতো ক্লাবে চাপ থাকবেই', স্বীকার করে নিচ্ছেন মোলিনা।
Published By: Arpan DasPosted: 01:22 PM Jan 28, 2025Updated: 01:22 PM Jan 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা দুম্যাচ ড্রয়ের পর মোহনবাগানকে জয়ে ফেরালেন লিস্টন কোলাসো। যদিও গোটা ম্যাচ জুড়ে প্রবল চাপ রেখেছিল বেঙ্গালুরু। কিন্তু শেষ পর্যন্ত মোলিনার দলের ঝুলিতে ৩ পয়েন্ট। ঘরের মাঠে বদলার পর লিগ শিল্ডের অনেকটাই কাছে পৌঁছে গিয়েছেন, সেটা স্বীকার করে নিলেন মোলিনা। আর সেই সঙ্গে নতুন রেকর্ডও গড়ল মোহনবাগান।

Advertisement

কী সেই রেকর্ড? আইএসএলে প্রথম দল হিসেবে টানা ১৭টি হোম ম্যাচে গোল করল মোহনবাগান। যে কৃতিত্ব আর কোনও দলের নেই। বেঙ্গালুরুর বিরুদ্ধে অবশ্য সেই কাজটা সহজে হল না। শেষ পর্যন্ত ৭৪ মিনিটে কোলাসোর গোলার মতো শট জালে জড়িয়ে যায়। মোলিনা অবশ্য জানতেন যে ম্যাচটা কঠিন হবে। তিনি বলছেন, "এরকম কঠিন ম্যাচের প্রত্যাশা ছিল। আমরা আক্রমণাত্মক খেলায় জোর দিয়েছি। তবে প্রথমার্ধে সেটা যথেষ্ট ছিল না। বলের পজেশন ওদের কাছেই ছিল। ওরা ভালো কম্বিনেশন তৈরি করে গোলের সুযোগ তৈরি করে। তবে আমি মনে করি, আমরা কিছু ভালো আক্রমণ করেছি।”

সোমবার যুবভারতীতে বিশ্বের সব থেকে বড়ো হাতে আঁকা টিফো নিয়ে হাজির হয়েছিলেন সমর্থকরা। গোটা ম্যাচ জুড়েই অক্লান্ত সমর্থন জুগিয়েছেন তারা। ম্যাচের পর সমর্থকদের ধন্যবাদ জানিয়ে মোলিনা বলছেন, “ঘরের মাঠে আমাদের সমর্থকদের সামনে খেলা মানে একজন অতিরিক্ত খেলোয়াড় পাওয়া। তারা আমাদের বাড়তি উজ্জীবিত করে। তবে আমরা দল হিসেবে পুরোপুরি সংঘবদ্ধ। অন্য স্টেডিয়ামেও আমাদের সমর্থকরা থাকেন, কিন্তু ঘরের মাঠের মতো এত নয়। শুধু একটি অ্যাওয়ে ম্যাচে আমরা খারাপ খেলেছি। সেটা বেঙ্গালুরুর ম্যাচ। তবে ওরা সেদিন জেতার মতোই খেলেছিল।”

১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে মোহনবাগান। লিগ শিল্ডের গন্ধ পেতে শুরু করেছেন খোদ কোচও। যদিও খানিক সাবধানতা রেখে তিনি বললেন, “আমাদের এখনও কিছু ম্যাচ বাকি আছে। এখনও অনেক পরিশ্রম বাকি। আমাদের লড়াই করতে হবে। কিছু ম্যাচ জিততেই হবে। আজ আমরা শিল্ডের আরও কাছাকাছি গেলাম। কিন্তু কাজ এখনও শেষ হয়নি।”

কাজ যে অনেকটা বাকি সেটা তিনি ভালো মতোই জানেন। এটাও জানেন যে চাপ কতটা। সেটা স্বীকার করেই মোলিনা জানালেন, “মোহনবাগানে কখনও চাপ কম থাকে না। আমরা সেটা ভালোমতোই জানি। আর আমরা এই চাপ সামলাতে পারি। যতক্ষণ না আমরা জিততে পারি, ততক্ষণ চাপ থাকবেই। কিন্তু এই মুহূর্তে চাপ কমেনি। আমার মনে হয় লিগের শেষ পর্যন্ত এই চাপটা থাকবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টানা দুম্যাচ ড্রয়ের পর মোহনবাগানকে জয়ে ফেরালেন লিস্টন কোলাসো।
  • যদিও গোটা ম্যাচ জুড়ে প্রবল চাপ রেখেছিল বেঙ্গালুরু। কিন্তু শেষ পর্যন্ত মোলিনার দলের ঝুলিতে ৩ পয়েন্ট।
  • ঘরের মাঠে বদলার পর লিগ শিল্ডের অনেকটাই কাছে পৌঁছে গিয়েছেন, সেটা স্বীকার করে নিলেন মোলিনা।
Advertisement