shono
Advertisement
Mohun Bagan

বেঙ্গালুরুর বিরুদ্ধে বদলার লক্ষ্যে নামছে মোহনবাগান, পয়েন্ট টেবিল নিয়ে ভাবতে নারাজ মোলিনা

যাবতীয় সমালোচনা উড়িয়ে একশো শতাংশ দিতে তৈরি পেত্রাতোস।
Published By: Arpan DasPosted: 01:18 PM Jan 27, 2025Updated: 02:10 PM Jan 27, 2025

স্টাফ রিপোর্টার: পরপর দু'ম্যাচ ড্র! তার ওপর লিগ টেবলে দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়ার সঙ্গে এখন পয়েন্টের তফাত মাত্র চার। এতেই যেন স্বাভাবিক ছন্দ কিছুটা ধাক্কা খেয়েছে জেমি ম্যাকলারেনদের। তবে দু' ম্যাচে ড্র করে এতটুকু হতাশ হচ্ছেন না জোসে মোলিনা। বরং প্রথম লেগে সুনীল ছেত্রীদের বিরুদ্ধে কান্তিরাভায় ০-৩ গোলে হারের বদলা নেওয়ার সেরা মঞ্চ হিসাবে শনিবার ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি ম্যাচটিকেই দেখছেন জেসন কামিংসরা। গত চার ম্যাচে জয়ের মুখ দেখতে পারেননি সুনীল ছেত্রীরা। তার মধ্যে ওড়িশা, জামশেদপুর আর মহামেডানের কাছে হারতে হয়েছে তাদের। একটি মাত্র ম্যাচে ড্র, তাও আবার হায়দরাবাদ এফসির সঙ্গে। বেঙ্গালুরু এফসির সাম্প্রতিক পারফরম্যান্সই আশা জাগাচ্ছে মোহনবাগানকে।

Advertisement

গত ম্যাচে মোলিনা প্রথম একাদশের নির্ভরযোগ্য জেমি ম্যাকলারেন, লিস্টন কোলাসো, মনবীর সিং, জেসন কামিংসদের রাখেননি। তার জায়গায় আক্রমণভাগে তরুণ সুহেল ভাটকে খেলিয়েছিলেন। যদিও প্রথম একাদশ নির্বাচন প্রসঙ্গে সেরা ফুটবলারদের নিয়েই দল গঠন করেছিলেন বলে দাবি মোলিনার। সুনীলদের বিরুদ্ধে নামার আগে মোলিনা বলছেন, "শেষ দুটো ম্যাচে পয়েন্ট নষ্ট করেছি। গোয়াও পয়েন্ট টেবিলে আমাদের অনেকটাই কাছাকাছি এসে গিয়েছে ঠিকই। তবে আমাদের এখনও আরও বেশ কয়েকটা খেলা রয়েছে। ফুটবলাররাও আত্মবিশ্বাসী রয়েছে।"

ইতিমধ্যেই ম্যাকলারেন তিনটি হলুদ কার্ড দেখেছেন। আর একটা হলুদ কার্ড দেখলেই কার্ড সমস্যায় পড়তে হতে পারে তাঁকে। তাহলে কি ম্যাকলারেনকে ঝুঁকি না নিয়ে পরিবর্ত হিসাবে মাঠে আনবেন মোলিনা? মোহনবাগান কোচের স্পষ্ট জবাব, "ওসব নিয়ে ভাবছিনা। কার্ড দেখা খেলারই একটা অঙ্গ। সেরা একাদশই নামবে।" কার্ড সমস্যায় এই ম্যাচে খেলতে পারবেন না রক্ষণের নির্ভরযোগ্য আশিস রাই। তাঁর পরিবর্তে আসতে পারেন দীপেন্দু বিশ্বাস। চোট সারিয়ে এই ম্যাচে ফিরতে চলেছেন আশিক কুরুনিয়ান। চেন্নাইয়িন ম্যাচে হালকা চোট পেলেও এদিন পুরো অনুশীলন করলেন বিশাল কাইথ।

সুনীল ছেত্রীকে নিয়ে এখনও কি চিন্তায় রয়েছেন মোহনবাগান কোচ? তিনি বলেন, "ওদের দলে অনেক ভালো ফুটবলার রয়েছে। সব দলেই আক্রমণভাগের ভালো ফুটবলার আছে। শুধু রক্ষণ নয়, আমাদের গোটা দলকেই ভালো খেলতে হবে। দলগতভাবে পরের ম্যাচে জয় তুলে আনতে হবে।"

গত দু' মরশুম দারুণ খেললেও এবার যেন নিজেকে মেলে ধরতে পারছেন না দিমিত্রি পেত্রাতোস। তা নিয়ে স্যোশাল মিডিয়ায় চর্চাও হচ্ছে প্রচুর। বেঙ্গালুরু ম্যাচে নামার আগে এই সব সমালোচনাকে ফুঁ দিয়ে উড়িয়ে দিচ্ছেন পেত্রাতোস। তিনি বলছেন, "যাঁরা এইসব বলছেন তাঁরা পেশাদার নন। আমি এইসব বিষয় নিয়ে মাথা ঘামাতে নারাজ। নিজের কাজটা করে যাচ্ছি। পরের ম্যাচেও একশো শতাংশ দেওয়ার জন্য তৈরি। সে প্রথম একাদশে নামি বা পরিবর্ত হিসাবে নামি তা নিয়ে আমার মাথাব্যথা নেই।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পরপর দু'ম্যাচ ড্র! তার ওপর লিগ টেবলে দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়ার সঙ্গে এখন পয়েন্টের তফাত মাত্র চার।
  • এতেই যেন স্বাভাবিক ছন্দ কিছুটা ধাক্কা খেয়েছে জেমি ম্যাকলারেনদের। তবে দু' ম্যাচে ড্র করে এতটুকু হতাশ হচ্ছেন না জোসে মোলিনা।
  • গত চার ম্যাচে জয়ের মুখ দেখতে পারেননি সুনীল ছেত্রীরা। তার মধ্যে ওড়িশা, জামশেদপুর আর মহামেডানের কাছে হারতে হয়েছে তাদের।
Advertisement