shono
Advertisement

Breaking News

Lionel Messi

আর্জেন্টিনার জার্সিতে মেসি ম্যাজিক, হ্যাটট্রিক করেই মুখ খুললেন অবসর নিয়ে

এদিকে, বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচে পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল।
Published By: Sulaya SinghaPosted: 12:27 PM Oct 16, 2024Updated: 01:33 PM Oct 16, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়ের নিয়মে বাড়ছে বয়স। কিন্তু বল পায়ে একই রকমভাবে ভেলকি দেখিয়ে যাচ্ছেন লিওনেল মেসি। দেশের জার্সি গায়ে চাপিয়ে আরও একবার জ্বলে উঠলেন আর্জেন্টাইন মহাতারকা। করলেন হ্যাটট্রিক। পাশাপাশি রইলেন জোড়া গোলের নেপথ্যে। সবমিলিয়ে বলিভিয়াকে হাফডজন গোল দিয়ে তৃপ্তির হাসি বিশ্বচ্যাম্পিয়নদের মুখে।

Advertisement

৩৩৪ দিন। বলতে গেলে প্রায় একটা বছর। এতদিন পর আর্জেন্টিনার জার্সিতে মাঠে নেমে আবেগাপ্লুত মেসি। আর ফিরেই সমর্থকদের হ্যাটট্রিক উপহার দিলেন এলএম টেন। গোটা স্টেডিয়াম যেন তখন 'মেসিমান্বিত'। 'মেসি...মেসি' ধ্বনিই যেন বাড়তি উৎসাহ দিচ্ছিল তারকাকে। ম্যাচের পর সে কথা বলতেও দ্বিধা করলেন না তিনি। "আর্জেন্টিনায় এসে খেলতে সবসময়ই ভালো লাগে। এত মানুষের ভালোবাসা পাওয়া যায়। ওরা যেভাবে আমার নাম ধরে চিৎকার করে, তাতে সত্যিই আবেগপ্রবণ হয়ে পড়ি। আমরা সকলেই ঘরের মাঠে খেলায় দারুণ উৎসাহ পাই।"

মঙ্গলবার রাতে দক্ষিণ আমেরিকায় বিশ্বকাপ কোয়ালিফায়ারের তাঁর দল মুখোমুখি হয়েছিল বলিভিয়ার। যেখানে প্রতিপক্ষকে রীতিমতো নাকানি-চোবানি খাওয়ালেন আর্জেন্টাইন ফরোয়ার্ডরা। তবে ম্যাচের পর আরও একবার তাঁর দিকে ধেয়ে আসে সেই চেনা প্রশ্নটি। ২০২৬ বিশ্বকাপে কি দেশের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে। ট্রফি ধরে রাখতে কি আবারও মাঠে নামবেন এলএম টেন? উত্তরে মেসি জানিয়ে দেন, "আমার ভবিষ্যৎ নিয়ে কোনও দিনক্ষণ নির্ধারণ করিনি। আমি খেলাটাকে এনজয় করছি। মানুষের ভালোবাসা দেখে আজকাল আরও আবেগপ্রবণ লাগে। কারণ আমি জানি এই ম্যাচগুলোই হয়তো আমার শেষের সব ম্যাচ।"

এদিকে, বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচে পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল। এদিকে চিলিকেও ৪-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে আর্জেন্টিনার পরই রয়েছে কলম্বিয়া। তবে আর্জেন্টিনা ও ব্রাজিলের জয়ের দিন জয় অধরা পর্তুগালের। স্কটল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেশের জার্সি গায়ে চাপিয়ে আরও একবার জ্বলে উঠলেন আর্জেন্টাইন মহাতারকা।
  • করলেন হ্যাটট্রিক। পাশাপাশি রইলেন জোড়া গোলের নেপথ্যে।
  • সবমিলিয়ে বলিভিয়াকে হাফডজন গোল দিয়ে তৃপ্তির হাসি বিশ্বচ্যাম্পিয়নদের মুখে।
Advertisement