shono
Advertisement
Mohammedan Club

এটা কি পিকনিক হচ্ছে? ডার্বির আগে চেরনিশভের ছুটি নিয়ে ক্ষুব্ধ মহামেডান কর্তারা

ক্লাবকর্তাদের আরও দাবি, তাঁদের অন্ধকারে রেখেই নাকি বিবৃতি জারি করেছে দুই ইনভেস্টর।
Published By: Anwesha AdhikaryPosted: 05:23 PM Jan 30, 2025Updated: 05:23 PM Jan 30, 2025

প্রসূন বিশ্বাস: মাত্র ৪৮ ঘণ্টা পরে আইএসএলের ম্যাচ। প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুরন্ত মোহনবাগান। কিন্তু মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোচ চলে গেলেন ছুটি কাটাতে! গোটা বিষয়টি নিয়ে ক্ষুব্ধ মহামেডান ক্লাবের কর্তারা। ঘটনাক্রম দেখে তাঁদের প্রশ্ন, এটা কি পিকনিক চলছে? ক্লাবকর্তাদের আরও দাবি, তাঁদের অন্ধকারে রেখেই নাকি বিবৃতি জারি করেছে দুই ইনভেস্টর।

Advertisement

বুধবার থেকে নাটক শুরু হয়েছে মহামেডান শিবিরে। আচমকা পদত্যাগ করেছেন কোচ আন্দ্রে চেরনিশভ। এবং পরের দিনই বাড়ি চলে গিয়েছেন ছুটি কাটাতে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মহামেডানের কার্যকরী সভাপতি কামারউদ্দিন আহমেদ। তাঁর কথায়, "এটা কি পিকনিক হচ্ছে নাকি? কাল যদি ফুটবলাররা দশ দিনের ছুটি চায় কী বলবে? আমরা ইনভস্টরের সঙ্গে কথা বলব।" মহামেডান কর্তাদের প্রশ্ন, যদি কোচের সমস্যা থেকেই থাকে তাহলে তিনি আগে কেন ছুটি নিলেন না? ডার্বির ঠিক আগেই কেন ছুটি নিতে হল তাঁকে?

পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন চেরনিশভ, এই মর্মে বৃহস্পতিবার একটি বিবৃতি জারি করেছে মহামেডানের দুই ইনভেস্টর বাঙ্কারহিল এবং শ্রাচী। সেই বিবৃতি নিয়েও সম্পূর্ণ অন্ধকারে ছিলেন মহামেডান কর্তারা। সাংবাদিক সম্মেলনে কামারউদ্দিন বলেন, "এই যে প্রেস রিলিজ দেওয়া হল ইনভেস্টরের তরফ থেকে সেটা ক্লাব জানত না। দীপক সিংয়ের আজ ক্লাবে আসার কথা ছিল। সাংবাদিকদের মুখোমুখি হওয়ার জন্য উনি এলেন না। এই প্রেস রিলিজ দিয়ে দেওয়া হল।"

প্রসঙ্গত, আগামী শনিবার মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি। তার মধ্যেই আচমকা পদত্যাগ করেন মহামেডানের কোচ। ফিফাতেও অভিযোগ জানান রাশিয়ান কোচ। তবে মহামেডানের ইনভেস্টর বাঙ্কারহিলের তরফে জানানো হয়, পদত্যাগপত্র গৃহীত হয়নি। এই নিয়ে চেরনিশভের সঙ্গে আলোচনা হবে। যদিও রাশিয়ান কোচের আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন মহামেডান ক্লাব কর্তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার থেকে নাটক শুরু হয়েছে মহামেডান শিবিরে। আচমকা পদত্যাগ করেছেন কোচ আন্দ্রে চেরনিশভ।
  • পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন চেরনিশভ, এই মর্মে বৃহস্পতিবার একটি বিবৃতি জারি করেছে মহামেডানের দুই ইনভেস্টর বাঙ্কারহিল এবং শ্রাচী।
  • মহামেডান কর্তাদের প্রশ্ন, যদি কোচের সমস্যা থেকেই থাকে তাহলে তিনি আগে কেন ছুটি নিলেন না? ডার্বির ঠিক আগেই কেন ছুটি নিতে হল তাঁকে?
Advertisement