স্টাফ রিপোর্টার : এমনিতে নতুন ইনভেস্টর হিসাবে শ্রাচী স্পোর্টসের সঙ্গে ‘মউ’ স্বাক্ষর করে ফেলেছে মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। তবে এখনই সরকারিভাবে এই চুক্তির বিষয়ে ঘোষণা করছে না কোনও পক্ষই। বৃহস্পতিবার রাতে ‘মউ’ স্বাক্ষরের পর বিষয়টি মহামেডানের তরফে জানানো হয়েছে আইএসএল পরিচালনার দায়িত্বে থাকা এফএসডিএল-কে। সেখান থেকে চুক্তি নিয়ে সবুজ সংকেত পাওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে এই চুক্তির কথা সরকারিভাবে ঘোষণা করা হবে।
আসলে মহামেডান এবং শ্রাচী স্পোর্টসের এই চুক্তির পিছনে অনুঘটকের কাজ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক মাস আগে মুখ্যমন্ত্রীর স্পেন সফরে উপস্থিত ছিলেন এক মহামেডান কর্তা। সেখানেই মহামেডানের আইএসএল খেলার প্রসঙ্গ উঠে আসে। সেই সফরে থাকা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বলেন, মহামেডান আইএসএল খেলার যোগ্যতা অর্জন করলে তাদের সাহায্য করতে হবে। এরপর সৌরভের উদ্যোগেই আলোচনায় বসে শ্রাচী এবং মহামেডান। সেই বৈঠক ফলপ্রসূ হওয়ার পর মহামেডানের বর্তমান ইনভেস্টর বাঙ্কারহিলের হাতে থাকা ৬১ শতাংশ শেয়ারের অর্ধেক দেওয়া হয় শ্রাচীকে। অর্থাৎ ৩০.৫ শতাংশ শেয়ার আসে শ্রাচীর হাতে। অবশ্য শুধু স্পেন সফরই নয়, তার আগেপরেও বিভিন্ন সময়ে মহামেডানকে আইএসএল খেলার জন্য সাহায্য করার কথা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে। পুরো বিষয়টির সূত্রপাত যেহেতু মুখ্যমন্ত্রীর হাত ধরেই, তাই এই চুক্তির কথা মুখ্যমন্ত্রীই ঘোষণা করুন- চাইছে সব পক্ষই। এফএসডিএল সবুজ সংকেত দেওয়ার পর মুখ্যমন্ত্রীর কাছে এজন্য সময় চাওয়ার পরিকল্পনা নিয়েছে তারা।
[আরও পড়ুন: ‘জন্ম থেকেই গর্বিত করছে মনু’, পদকজয়ী মেয়েকে নিয়ে আপ্লুত মা সুমেধা]
শুধু শ্রাচী স্পোর্টসের সঙ্গে ‘মউ’ স্বাক্ষর নয়, একটি স্প্যানিশ ক্লাবের সঙ্গেও চুক্তি হতে পারে মহামেডানের। স্পেন সফরে গিয়ে সেদেশের ফুটবল ফেডারেশনের পাশাপাশি বিভিন্ন ক্লাবের সঙ্গেও দেখা করছিলেন মুখ্যমন্ত্রী এবং তাঁর প্রতিনিধি দলের সদস্যরা। সেই দলে ছিলেন সৌরভ এবং মহামেডান কর্তারা। সেই সূত্রেই এই বিষয়ে আলোচনা চালানো হচ্ছে। শেষ পর্যন্ত এই চুক্তি স্বাক্ষরিত হলে আইএসএলে আরও শক্তিশালী হবে মহামেডান, বলাই বাহুল্য। অন্যদিকে, শুধু শ্রাচী স্পোর্টসের সঙ্গে মহামেডানের বৈঠক আয়োজন করেই সৌরভের সাহায্য শেষ হচ্ছে না। সূত্রের খবর, আইএসএলের আগে প্রয়োজনে মহামেডানের হয়ে প্রচারেও রাজি প্রাক্তন ভারত অধিনায়ক। সৌরভ মহামেডানকে জানিয়েছেন, যদি কোনও প্রোমো শুট বা অন্য কিছু করতে হয়, তবে তা তিনি নিঃস্বার্থভাবে করবেন।
সবমিলিয়ে আশঙ্কার মেঘ কাটিয়ে বেশ ঝলমলে মহামেডানের আইএসএল-আকাশ।