স্টাফ রিপোর্টার: আইএসএলে দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান। শেষ ছয় ম্যাচে অপরাজিত, যার পাঁচটাই ক্লিনশিট রেখে জিতেছে তারা। তবে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নতুন করে দল সাজাতে হবে কোচ জোসে মোলিনাকে।
কারণ রবিবাসরীয় গুয়াহাটিতে ডিফেন্সের দুই প্রধান ভরসা শুভাশিস বসু এবং আলবার্তো মার্টিনেজকে পাবেন না মোলিনা। ফলে লিগে ১১ গোল করা আলাদিন আজারাইকে ঠেকানোটা বাড়তি চ্যালেঞ্জ হতে চলেছে মোহনবাগানের কাছে। তাই ডিফেন্সকে শক্তিশালী করার উপর বাড়তি নজর দিচ্ছেন সবুজ-মেরুন কোচ।
বৃহস্পতিবার পুরোদমেই প্র্যাকটিস করলেন টম আলড্রেড। ডিপ ডিফেন্সে তাঁর সঙ্গী হবেন দীপেন্দু বিশ্বাস। দুই প্রান্তে আশিস রাই এবং আশিক কুরুনিয়নের খেলার সম্ভাবনাই বেশি। এদিন এই ফর্মেশনে দীর্ঘক্ষণ প্র্যাকটিস করে মোহনবাগান। নর্থ-ইস্ট উইং দিয়ে আক্রমণে ওঠে। তাদের সেই দৌড় সামলানোর পাশাপাশি নিজেদের সেট-পিস নিয়েও কাজ করেন মোলিনা।
যা পরিস্থিতি, তাতে গ্রেগ স্টুয়ার্ট, জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতোস একসঙ্গে শুরু করতে পারেন নর্থ-ইস্টের বিরুদ্ধে। এবারের লিগে গোল খাওয়ার বিচারে কোচ জুয়ান পেদ্রো বেনালির দল প্রথম সারিতে। শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে হেরেছে তারা। কার্ড সমস্যায় রবিবারের ম্যাচে নেই মহম্মদ বেমামেরও। এমন অবস্থায় নর্থ-ইস্টের বিরুদ্ধে শুরু থেকে আক্রমণের ঝড় তোলার পথেই হাঁটতে চলেছে মোহনবাগান।