shono
Advertisement
Real Madrid

এমবাপেদের দাপটে লা লিগায় সহজ জয় রিয়ালের, ইপিএলে গোলের বন্যায় শীর্ষেই রইল লিভারপুল

সেভিয়াকে হারিয়েও লা লিগার শীর্ষে ওঠা হল না রিয়াল মাদ্রিদের।
Published By: Arpan DasPosted: 10:13 AM Dec 23, 2024Updated: 10:13 AM Dec 23, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লা লিগায় সহজ জয় পেল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে সেভিয়াকে ৪-২ গোলে হারাল তারা। গোলের পাশাপাশি অ্যাসিস্টও করলেন এমবাপে। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামকে উড়িয়ে দিল লিভারপুল। ৬-৩ গোলে জিতে লিগশীর্ষে রইল তারা। জোড়া গোল মহম্মদ সালাহ ও লুইজ দিয়াজের।

Advertisement

সেভিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজেই শুরু করেছিল কার্লো আন্সেলোত্তির ছেলেরা। ১০ মিনিটের মাথায় বুলেট শটে জালে বল জড়িয়ে দেন এমবাপে। দ্বিতীয় গোল ২০ মিনিটে। এবার দূরপাল্লার শটে গোল করলেন ফেদে ভালভের্দে। ৩৪ মিনিটে রিয়ালকে ফের এগিয়ে দেন রদ্রিগো। ঠিক পরের মিনিটেই একটি গোল শোধ করে সেভিয়া। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই রিয়ালের হয়ে চতুর্থ গোল করেন ব্রাহমিন দিয়াজ। বক্সের মধ্যে তাঁকে বল সাজিয়ে দেন এমবাপে। ৮৫ মিনিটে সেভিয়া আরেকটি গোল শোধ করলেও লাভ হয়নি। ৪-২ গোলে জিতে লা লিগায় দ্বিতীয় স্থানে রিয়াল। ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট তাদের। শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ।

ইংলিশ প্রিমিয়ার লিগে অবশ্য শীর্ষস্থান বজায় রেখেছে লিভারপুল। আর্নে স্লটের দল টটেনহ্যামকে হারিয়েছে ৬-৩ গোলে। লিভারপুলের প্রথম গোলটি আসে ২৩ মিনিটে। দলকে এগিয়ে দেন লুইজ দিয়াজ। ৩৬ মিনিটে ব্যবধান বাড়ান ম্যাক অ্যালিস্টার। ৪১ মিনিটে টটেনহ্যামের হয়ে একটি গোল শোধ করেন ম্যাডিসন। কিন্তু হাফটাইমের আগেই সোবোজলাই ফের এগিয়ে দেন রেডসদের। দ্বিতীয়ার্ধে পর পর দুগোল করেন সালাহ। কিন্তু পালটা দেয় স্পার্সরাও। ক্রমাগত চাপ দিয়ে গোল করে যান কুলুসেভস্কি ও সোলাঙ্কে। কিন্তু ৮৫ মিনিটে নিজের দ্বিতীয় ও লিভারপুলের ষষ্ঠ গোলে জয় নিশ্চিত করেন দিয়াজ। ম্যাচের ফলাফল দাঁড়ায় ৬-৩। ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ইপিএলের শীর্ষস্থানে নিজেদের জায়গা আরও শক্তপোক্ত করে নিল তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লা লিগায় সহজ জয় পেল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে সেভিয়াকে ৪-২ গোলে হারাল তারা। গোলের পাশাপাশি অ্যাসিস্টও করলেন এমবাপে।
  • অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামকে উড়িয়ে দিল লিভারপুল।
  • ৬-৩ গোলে জিতলে লিগশীর্ষে রইল তারা৷ জোড়া গোল মহম্মদ সালাহ ও লুইজ দিয়াজের।
Advertisement