shono
Advertisement
U-20 World Cup

ফুটবল জগতে আফ্রিকান বিপ্লব, প্রথমবার যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন মরক্কো

ফাইনালে হেরে যাওয়া আর্জেন্টিনাকে চাঙ্গা করতে বার্তা দিলেন মেসি।
Published By: Prasenjit DuttaPosted: 12:27 PM Oct 20, 2025Updated: 12:27 PM Oct 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবল বিশ্বকে চমকে দিল মরক্কো। শক্তিশালী আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল উত্তর আফ্রিকার এই দেশ। সোমবার ভোরে সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ২-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস তৈরি করেছে মরক্কো। অন্যদিকে, ফাইনালে হেরে যাওয়া আর্জেন্টিনাকে চাঙ্গা করতে বার্তা দিলেন মেসি।

Advertisement

সপ্তমবার শিরোপা জয়ের লক্ষ্যে নেমেছিল আর্জেন্টিনা। গোটা টুর্নামেন্টে দুর্ধর্ষ ফুটবল উপহার দেয় তারা। কিন্তু ফাইনালে গিয়ে মরক্কোর নাছোড় মানসিকতার কাছে হার মানে তারা। ফাইনালে হারটাই এবারের যুব বিশ্বকাপে প্রথম পরাজয় তাদের। 

ফাইনালে জোড়া করে নায়ক ইয়াসির জাবিরি। ১২ মিনিটের মধ্যেই পর্তুগালের শীর্ষ লিগের ক্লাব এফসি ফামালিকাওয়ে খেলা ইয়াসির জাবিরির গোলে এগিয়ে যায় মরক্কো। ২৯ মিনিটে ফের গোল করেন তিনি। এরপর শতচেষ্টাতেও গোলশোধ করতে পারেনি লা আলবিসেলেস্তেরা। শেষ পর্যন্ত খেলার ফলাফল থাকে মরক্কোর অনুকূলে ২-০। 

দু-গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি আর্জেন্টিনা। বিপক্ষের বক্সে মুহুর্মুহু আক্রমণ শানায় তারা। গোটা ম্যাচে ৭৬ শতাংশ বল পজিশন ছিল তাদের। গোলমুখী শট নেয় ২০টি। কিন্তু ফুটবলে যে গোলটাই আসল, তা আবারও প্রমাণ হল সোমবার। যদিও এক্ষেত্রে মরক্কোর গোলকিপার গোমিসের কথা আলাদাভাবে বলতে হয়। তিনি অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। 

আর্জেন্টিনা হেরে গেলেও যুব দলকে চাঙ্গা করতে বার্তা দেন মেসি। সোশাল মিডিয়ায় স্টোরিতে তিনি লেখেন, "গোটা টুর্নামেন্টে দারুণ খেলেছ তোমরা। আমরা প্রত্যেকে তোমাদের হাতে ট্রফি দেখতে চেয়েছিলাম। যে আনন্দ তোমরা উপহার দিয়েছ, তা গর্বের। তোমরা আমাদের মন জয় করে নিয়েছ।" উল্লেখ্য, এর আগে ২০০৫ সালের বিশ্বকাপে চতুর্থ স্থান অর্জন করেছিল মরক্কোর যুব দল। অন্যদিকে, ২০০৯ সালে ঘানার পর দ্বিতীয় আফ্রিকান দেশ হিসাবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতল মরক্কো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফুটবল বিশ্বকে চমকে দিল মরক্কো।
  • শক্তিশালী আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল উত্তর আফ্রিকার এই দেশ।
  • ২-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস তৈরি করেছে মরক্কো।
Advertisement