সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌদি আরবের কেরিয়ার শেষ হল নেইমারের। ব্রাজিলিয়ান তারকা সঙ্গে চুক্তিভঙ্গ করল আল হিলাল। ক্লাবের তরফ থেকে সেই খবর জানিয়েও দেওয়া হয়েছে। তারপরই প্রশ্ন, তাহলে কি পুরনো ক্লাবেই ফিরছেন নেইমার?
![](https://mcmscache.epapr.in/mcms/434/a8a2c017e2b91afd0d2f9fd5d52ed44cbc32e704.jpg)
২০২৩-এ পিএসজি থেকে প্রায় ৮৫০ কোটি টাকায় আল হিলালে আসেন ব্রাজিলীয় তারকা। কিন্তু চোটের কবল থেকে মুক্তি মেলেনি। পুরনো চোট সারিয়ে ফিরে আসার মধ্যেই গত বছরের নভেম্বরে ফের চোট পান। ফলে ফের দীর্ঘদিন মাঠের বাইরে। চলতি বছরে মাত্র ২টি ম্যাচ খেলেছেন নেইমার। এমনকী সৌদি প্রো লিগের জন্য তাঁকে এবার রেজিস্টারও করায়নি। অবশেষে আল হিলালের সঙ্গে সম্পর্ক ছিন্ন হল নেইমারের।
ক্লাবের তরফ থেকে সোশাল মিডিয়ায় জানানো হয়েছে, 'দুপক্ষের সম্মতিতে নেইমারের সঙ্গে চুক্তিভঙ্গ করা হল। আল হিলালে তাঁর অবদানের জন্য নেইমারকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতের কেরিয়ারের জন্য তাঁকে শুভেচ্ছা জানাই।' আল হিলালে দেড় বছরের কেরিয়ারে মাত্র ৭টি ম্যাচ খেলেছেন নেইমার। গোল ১টি, অ্যাসিস্ট ৩টি। চোটের জন্য বেশিরভাগ সময় মাঠের বাইরে কেটেছে।
এবার কি পুরনো ক্লাবে ফিরতে চলেছেন নেইমার? ২০০৯ থেকে ২০১৩ সালে পর্যন্ত ব্রাজিলের ক্লাব স্যান্টোসে খেলেছেন তিনি। ২২৫ ম্যাচে রয়েছে ১৩৬ গোল। তারপর চলে আসেন বার্সেলোনায়। আল হিলালের সঙ্গে চুক্তি ভাঙার পর ছোটবেলার ক্লাব স্যান্টোসে ফেরার জল্পনা বাড়ছে। অন্যদিকে আমেরিকার এমএলএসেও তাঁর যোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে। সেখানে তাঁকে দেখা যেতে পারে শিকাগো ফায়ারে।