shono
Advertisement
Sunil Chhetri

কলকাতায় মেসি, যুবভারতীতে নেই সুনীল-বাইচুং, 'ঈশ্বরে'র সঙ্গে দেখা হবে না ভারতীয় 'গোট'দের?

কেন যুবভারতীতে থাকছেন না দুই তারকা?
Published By: Sulaya SinghaPosted: 11:00 AM Dec 13, 2025Updated: 12:14 PM Dec 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান ঘটিয়ে শহর কলকাতায় লিওনেল মেসি। 'ঈশ্বর' দর্শনে যুবভারতীতে নেমেছে ভক্তের ঢল। কিন্তু কলকাতা সফরে এলএম টেনের সঙ্গে দেখা হচ্ছে না সুনীল ছেত্রীর। আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে ফুটবলের মক্কায় সাক্ষাৎ হবে না ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়ারও।

Advertisement

দ্বিতীয়বার কলকাতায় পা রেখেছেন মেসি। ২০১১ সালে তিনি এসেছিলেন আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচ খেলতে। এবার এসেছেন বিশ্বকাপজয়ী হয়ে। শনিবার মাঠে নেমে যদিও বাঁ-পায়ের জাদু দেখাবেন না। তবু মেসি ম্যানিয়ায় কাঁপছে কলকাতা। কানায় কানায় ভরা সেই যুবভারতীতে মেসির পাশে দেখা যাওয়ার কথা শাহরুখ খানকে। বিশ্বজয়ীকে স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু থাকবেন না দেশের অন্যতম সেরা স্ট্রাইকার সুনীল ছেত্রী। মেসির সঙ্গে হাত মেলাতে দেখা যাবে না বাইচুংকেও। শোনা যাচ্ছে, মেসির কলকাতা সফরের সময় নাকি দুই তারকাই কলকাতার বাইরে। আর সেই কারণেই তাঁদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না এলএম টেনের।

শহরে মেসি

তবে কি দেশের সেরা দুই তারকার সঙ্গে ভারত সফরে দেখাই হবে না মেসির? তেমনটা নয়। কলকাতার পরে দিল্লি এবং মুম্বই যাবেন আর্জেন্টাইন অধিনায়ক। সেখানেই দু'জনের সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা তাঁর। 'গোট সফরে'র আয়োজক শতদ্রু দত্ত জানান, মেসির সঙ্গে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দেখা করবেন সুনীল ছেত্রী। আর ফুটবলের রাজপুত্রর সঙ্গে বাইচুংয়ের হাত মেলানোর কথা রাজধানী দিল্লিতে।

প্রসঙ্গত, শনিবার ভোররাতে শহরে পা রাখেন মেসি। এরপর বাইপাসের ধারের পাঁচতারা হোটেল থেকে ভারচুয়ালি নিজের ৭০ ফুটের মূর্তি উদ্বোধন করেন তিনি। সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজও। দমকলমন্ত্রী সুজিত বসুর পাশে দাঁড়িয়ে মূর্তি উন্মোচনের পর ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করেন আর্জেন্টাইন মহাতারকা। মুম্বই থেকে ছেলে অ্যাব্রামকে নিয়ে উড়ে এসেছেন শাহরুখ খান। 'ঈশ্বর' দর্শন করে উচ্ছ্বসিত ভক্ত অ্যাব্রাম। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০১১ সালে তিনি এসেছিলেন আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচ খেলতে। এবার আসছেন বিশ্বকাপজয়ী হয়ে।
  • শনিবার মাঠে নেমে যদিও বাঁ-পায়ের জাদু দেখাবেন না। তবু মেসি ম্যানিয়ায় কাঁপছে কলকাতা।
  • কানায় কানায় ভরা সেই যুবভারতীতে মেসির পাশে দেখা যাবে শাহরুখ খানকে।
Advertisement