shono
Advertisement
Bengal Super League

রুদ্ধশ্বাস জয় নর্থ ২৪ পরগনার, বেঙ্গল সুপার লিগে চূড়ান্ত হয়ে গেল ৪ সেমিফাইনালিস্ট

সোমবার বেঙ্গল সুপার লিগে হাড্ডাহাড্ডি ম্যাচ দেখল ফুটবলপ্রেমীরা। নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি-কে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করল নর্থ ২৪ পরগনাস এফসি।
Published By: Prasenjit DuttaPosted: 06:02 PM Jan 26, 2026Updated: 06:02 PM Jan 26, 2026

সোমবার বেঙ্গল সুপার লিগে হাড্ডাহাড্ডি ম্যাচ দেখল ফুটবলপ্রেমীরা। নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি-কে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করল নর্থ ২৪ পরগনাস এফসি। এর সঙ্গে সঙ্গে বিএসএলে চূড়ান্ত হয়ে গেল চার সেমিফাইনালিস্ট।

Advertisement

কল্যাণী স্টেডিয়ামে উজ্জীবিত শুরু করে দুই দলই। আক্রমণ, প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। শুরুতেই এগিয়ে যায় নর্থবেঙ্গল। ১১ মিনিটে পাহাড়ের দলের হয়ে গোল করেন রৌনক। যদিও গোলের আনন্দ বেশিক্ষণ থাকেনি। এক মিনিটের মধ্যেই কুন্তলের গোলে সমতায় ফেরে নর্থ ২৪ পরগনা। এর পর দুই দল একাধিক সুযোগ পেলেও এগিয়ে যেতে পারেনি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।

আসলে এই ম্যাচটি ছিল অনেকটা সেমিফাইনালের মতো। যে জিতবে, সে-ই নকআউট পর্ব নিশ্চিত করবে। 'জিততেই হবে' এই মানসিকতা নিয়ে নামা দুই দলই নিজেকে উজাড় করে দিয়েছে। তবে নর্থ ২৪ পরগনার হয়ে ৬৩ মিনিটে জোমুয়ানসাঙ্গার গোলই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। শেষ পর্যন্ত স্কোর লাইন থাকে চব্বিশ পরগনার পক্ষে ২-১। আগের ম্যাচে এফসি মেদিনীপুরকে ৮ গোল দেওয়ার পরের ম্যাচেই এমন হারের পর হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় নর্থবেঙ্গলকে।

এই ম্যাচের পর চূড়ান্ত হয়ে গেল চার সেমিফাইনালিস্ট। জেএইচআর রয়্যাল সিটি এফসি, হাওড়া-হুগলি ওয়ারিয়র্স এবং সুন্দরবন বেঙ্গল অটো এফসি'র সঙ্গে নকআউট পর্ব নিশ্চিত করল ২৪ পরগনা। পাঁচে শেষ করল উত্তরবঙ্গ। এর পর যথাক্রমে বর্ধমান ব্লাস্টার্স, এফসি মেদিনীপুর, কোপা টাইগার্স বীরভূম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement