দারুণ লড়াই চলছে বেঙ্গল সুপার লিগে। টানটান লড়াই চলছে প্রতিটা ম্যাচেই। লিগ পর্ব একেবারে শেষে এসে পৌঁছেছে। এদিন ছিল বিএসএলে ডবল হেডার। আর দু'টি ম্যাচই ড্র হল। প্রথম ম্যাচে নর্থ ২৪ পরগনার সঙ্গে বর্ধমানের ম্যাচ শেষ হল ১-১ গোলে। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে সুন্দরবন বেঙ্গল অটো এফসি ও হাওড়া-হুগলি ওয়ারিয়ার্সের ম্যাচ থামল ২-২ গোলে। যার জেরে লিগ টেবিলের শেষেই রইল জেএইচআর রয়্যাল সিটি।
নর্থ ২৪ পরগনার সঙ্গে বর্ধমানের ম্যাচ দীর্ঘক্ষণ গোলশূন্য ছিল। প্রথম ডেডলক খোলে ৮০ মিনিটে। নর্থ ২৪ পরগনাকে এগিয়ে দেন জোমুয়ানসাঙ্গা। কিন্তু সেই লিড ধরে রাখতে পারল না তারা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বর্ধমানকে সমতায় ফেরান সুশোভন। পঞ্চম স্থানে থাকা সন্দীপ নন্দীদের পয়েন্ট দাঁড়াল ১৪ ম্যাচে ১৯। অন্যদিকে নর্থ ২৪ পরগণা ১৩ ম্যাচে ২০ পয়েন্টে চতুর্থ স্থানে। তাদের একটি ম্যাচ এখনও বাকি।
অন্যদিকে দ্বিতীয় ম্যাচটি ছিল হাইভোল্টেজ। মেহতাব হোসেনের দল সুন্দরবনের সঙ্গে জোসে ব্যারেটোর হাওড়া-হুগলির ম্যাচও হল টানটান। প্রথমে ২-০ গোলে এগিয়ে যায় সুন্দরবন। ১৭ মিনিটে রাঘব ও ৩৯ মিনিটে সন্দীপ গোল করেন। সেখান থেকে কামব্যাক শুরু হাওড়া-হুগলির। ৪৩ মিনিটে ব্যবধান কমান ডেভিড। আর ৮৭ মিনিটে সমতা ফেরান পাউলো। ১৪ ম্যাচে হাওড়া-হুগলির পয়েন্ট ২৭। তারা আছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে ১৪ ম্যাচে সুন্দরবন ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।
তবে এখনও চার সেমিফাইনালিস্ট চূড়ান্ত হয়নি। ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি। তাদের দু'টি ম্যাচ বাকি। তার মধ্যে একটি এফসি মেদিনীপুরের বিরুদ্ধে। অন্যটি নর্থ ২৪ পরগনার বিরুদ্ধে। ফলে সেই ম্যাচটির দিকেই এখন সব চোখ বাংলার ফুটবলভক্তদের।
