সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরস্কারটি দেওয়া হয়েছিল সেই ১৯৮৯ সালে। সেই প্রথম এবং সেই শেষ। এরপর অজানা কোনও কারণে অন্যতম মর্যাদাপূর্ণ এই সুপার ব্যালন ডি’অর হাতে ওঠেনি কোনও ফুটবলারের। শেষবার পুরস্কারটি পেয়েছিলেন রিয়াল কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো। আর্জেন্টিনায় জন্মালেও দীর্ঘদিন তিনি খেলেছিলেন স্পেনের জাতীয় দলে। যাই হোক, ৩৫ বছর পর আবার কি ফিরতে চলেছে সুপার ব্যালন ডি’অর? ইঙ্গিত অনেকটা তেমনই। সেই কারণেই ফুটবলপ্রেমীদের মনে একটাই প্রশ্ন, মেসি নাকি রোনাল্ডো, কার হাতে উঠবে পুরস্কারটি?
ব্যালন ডি’অরের এক্স হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। তাতে বলা হয়, "এটিও একটি ব্যালন ডি’অর। কিন্তু ব্যতিক্রমী। ১৯৮৯ সালে একজন ফুটবলারই এই ট্রফি জয়ী হয়েছিলেন। অন্য কেউ পাননি এই পুরস্কার। এর নাম সুপার ব্যালন ডি’অর। বলুন তো, ট্রফিজয়ীর নাম কী? আর এখন যদি এই পুরস্কার আবার দেওয়া হয়, তাহলে কে জিতবেন? কে এই ট্রফির যোগ্য দাবিদার?" এরপরেই মেসি ও রোনাল্ডো নিয়ে বিভাজিত হয়ে যায় নেটভুবন। কেউ ভোট দেন মেসিকে। কেউ রোনাল্ডোকে।
এই পুরস্কার পেতে গেলে কিছু মানদণ্ড পূরণ করতে হবে। প্রথমত, একাধিকবার ব্যালন ডি’অর জয়ী হতে হবে। দ্বিতীয়ত, গত ৩০ বছরে ফুটবলে অসাধারণ অবদান রাখতে হবে। মেসি ও রোনাল্ডো, উভয় ফুটবলারই মানদণ্ড পূরণ করতে পারবেন অনায়াসেই। লিওনেল মেসি বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়ন্স লিগ-সহ জিতেছেন আরও অনেক ট্রফি। একাধিকবার জয়ী হয়েছেন ব্যালন ডি'অর। অসংখ্য গোল এবং অ্যাসিস্টও করেছেন তিনি। অন্যদিকে, রোনাল্ডোও কম যান না। ইউরো, নেশনস লিগ, চ্যাম্পিয়ন্স লিগ-সহ অসংখ্য ট্রফিজয়ের নজির তাঁর সামনে। সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের (১৩৮) রেকর্ডও তাঁর নামে।
ব্যালন ডি'অরের পোস্ট করা ওই ভিডিওয় দেখানো হয় ক্রুয়েফ, প্লাতিনিদের ছবি। ভিডিওর সঙ্গে রয়েছে ধারাবিবরণীও। জানা যায়, আজ থেকে ৩৫ বছর আগে তিন দশকের সেরা ব্যালন ডি’অরজয়ীকে সম্মানিত করার সিদ্ধান্ত নেয়। যদিও এর জন্য মানা হয়েছিল একটা ভোটিং সিস্টেমও। ভোট দিয়েছিলেন ফ্রান্সের বিচারকমণ্ডলী এবং পূর্বের ব্যালন ডি’অর বিজয়ীরা। ভিডিওয় জানতে চাওয়া হয়, "আপনারা কি চান শুরু হোক সুপার ডি’অর দেওয়া?" উল্লেখ্য, এই পুরস্কার আগে কেবল দেওয়া হত ইউরোপীয় ফুটবলারদের। তবে, ১৯৯৫ সালে নিয়মের পরিবর্তন আসে। সেই সময় পুরস্কারটির নাম বদলে হয় 'গোল্ডেন ব্যালন ডি’অর'। যা পেয়েছিলেন কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনা।
তবে পুরস্কারটি আদৌ ফিরছে কিনা, তা নিয়ে অবশ্য কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। এর আগে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, ২০২৯ সালে নাকি ফেরানো হবে সুপার ব্যালন ডি’অর। কিন্তু যেভাবে ব্যালন ডি’অরের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে এই 'বর্ষীয়ান' পুরস্কারটি নিয়ে পোস্ট করা হল, তাতে গুঞ্জন ছড়িয়েছে যে খুব শীঘ্রই ফুটবল দুনিয়ায় ফিরতে চলেছে সুপার ব্যালন ডি’অর। আর এই পুরস্কারটি চালু হলে এগিয়ে থাকবেন মেসি এবং রোনাল্ডো। মেসি ইতিমধ্যেই ৮ বার জিতেছেন ব্যালন ডি’অর। অন্যদিকে, রোনাল্ডো জিতেছেন ৫ বার। তাই সুপার ব্যালন ডি’অরের পুরস্কারের মঞ্চে সিআর৭-কে টেক্কা দিতে পারেন এলএম১০, এমনই মত ফুটবল বিশেষজ্ঞদের।
