shono
Advertisement

নতুন সরকারে কে? জানতে সকাল থেকে টিভিতে চোখ শহরের ফুটপাথবাসীর

কাজকর্মে বিরতি দিয়ে খবরের চ্যানেল দেখে গতিপ্রকৃতি বুঝছেন এঁরা৷ The post নতুন সরকারে কে? জানতে সকাল থেকে টিভিতে চোখ শহরের ফুটপাথবাসীর appeared first on Sangbad Pratidin.
Posted: 01:34 PM May 23, 2019Updated: 01:35 PM May 23, 2019

অরিজিৎ গুপ্ত, হাওড়া: কোন পথে এগোচ্ছে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ, তা নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই উৎকণ্ঠা আমজনতার৷ বাদ যাচ্ছেন না কেউ৷ এমনকী আজকের দিনে সকাল থেকে রুজিরুটির খোঁজ ছেড়ে টিভির পর্দায় চোখ রেখেছেন ফুটপাথবাসীও৷ শহরে ধরা পড়ল সেই ছবিই৷ রাস্তার ধারে ঘুপচি ঘরের মধ্যে আজ সকাল থেকেই টিভি চলছে৷ চলছে খবরের চ্যানেল৷ বিজেপি, কংগ্রেস, তৃণমূলের আসন সংখ্যা ওঠানামায় চড়ছে উত্তেজনা, উৎকণ্ঠার পারদও৷

Advertisement

[আরও পড়ুন: ইভিএম কারচুপি রুখতে তৎপর তৃণমূল, গণনাকেন্দ্রে কড়া নজরদারির নির্দেশ নেত্রীর]

আসলে, একাধিক দিক থেকেই ২০১৯-এর লোকসভা নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ৷ প্রকৃতিগতভাবে, সমীকরণের দিক থেকেও অন্যান্য লোকসভা নির্বাচনের চেয়ে একেবারে আলাদা এবারের লোকসভা ভোট৷ আগামী ৫ বছরের জন্য ফের মোদির হাতেই সঁপে দিতে চেয়েছেন দেশবাসী নাকি বিকল্প সরকারের খোঁজেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, সেই পরীক্ষারই ফলপ্রকাশ আজ৷ বেলা কিছুটা গড়াতেই ইঙ্গিত স্পষ্ট হয়ে গিয়েছে, দেশ ভরসা রেখেছে মোদি সরকারের উপরেই৷ দেশজুড়ে তো বটেই, এমনকী এরাজ্যেও গেরুয়া ঝড় বেশ কিছুটা দাপট দেখাচ্ছে৷ আর সেদিকেই সকাল থেকে নজর রেখে চলেছেন সকলে৷ শহরের বিভিন্ন প্রান্তের ফুটপাথেও ধরা পড়ল সেই একই ছবি৷ ছোট্ট ঘরগুলোতে ঘরোয়া কথাবার্তা চাপা পড়ে যাচ্ছে টেলিভিশন সঞ্চালকের কণ্ঠস্বরে৷

[আরও পড়ুন: ভোরের শহরে পরপর দুর্ঘটনা, চিৎপুরে একজনকে পিষে দিল গাড়ি]

দেশে নতুন সরকার তৈরি হচ্ছে৷ কোন রাজনৈতিক দল ক্ষমতায় এলে, ফুটপাথবাসীর জন্য কে কী করবেন, তা নিয়ে ফুটপাথবাসীর চিন্তা কম নয়৷ আপাতদৃষ্টিতে দিল্লির সরকারের সঙ্গে এঁদের সরাসরি কোনও যোগাযোগ না থাকলেও, রাজনৈতিক সচেতনতায় অন্তত ভাঁটা নেই৷ কলকাতা শহরের ফুটপাথগুলোয় এই দৃশ্য সেটাই প্রমাণ করে দিল৷ দেশের রায়প্রকাশের মতো গুরুত্বপূর্ণ একটা দিনে তাঁরাও ভবিষ্যৎ জানতে উদগ্রীব৷ আশা একটাই, নতুন সরকারে যেই আসুক, তাঁদের প্রতি একটু নজর দেবে৷  

দেখুন ভিডিও:

The post নতুন সরকারে কে? জানতে সকাল থেকে টিভিতে চোখ শহরের ফুটপাথবাসীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement