shono
Advertisement

ট্যাবলো-সহ এই প্রথম রেড রোডে বিসর্জনের শোভাযাত্রা

শারদ উৎসবকে স্মরণীয় করে রাখতে কলকাতার সেরা প্রতিমা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ শোভাযাত্রা। ১৪ অক্টোবর, শুক্রবার, বিকেল ৫টা থেকে! The post ট্যাবলো-সহ এই প্রথম রেড রোডে বিসর্জনের শোভাযাত্রা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:33 PM Oct 13, 2016Updated: 05:48 PM Apr 01, 2019

স্টাফ রিপোর্টার: এই প্রথম রেড রোডে দুর্গা প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা৷ তা ঘিরেও লড়াই বড় বড় পুজো কমিটির৷ লড়াই একে অপরকে টেক্কা দেওয়ার৷ আগামী শুক্রবার বিসর্জনের শেষদিন হবে এই শোভাযাত্রা৷ বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি সারা৷ প্রচুর দর্শক সাক্ষী থাকবেন৷ সেই কারণে উদ্যোগও ব্যাপক৷ অভিনব এই শোভাযাত্রাতেই বড় পুজোগুলির ‘স্বাদ’ পাওয়া যাবে৷ অংশগ্রহণকারী প্রতিটি পুজো যে ট্যাবলোগুলি সাজাবে, তাতে মণ্ডপের থিমই ছোট আকারে রাখা থাকবে৷ কিংবা মণ্ডপের কোনও ইনস্টলেশন রাখা থাকবে ট্যাবলোয়৷ থাকবে আলোকসজ্জার খণ্ডাংশ৷ অন্তত ২৭টি পুজোর শোভাযাত্রা দেখা যাবে রেড রোডে৷ চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় যেমন আলোকোজ্জ্বল শোভাযাত্রায় বিসর্জনের পথে প্রতিমা এগিয়ে যায়, অনেকটা সেরকমই হতে চলেছে রেড রোডে মাতৃপ্রতিমার সপরিবার বিসর্জনযাত্রা৷

Advertisement

রেড রোডে প্রতি বছর সাধারণতন্ত্র দিবসের প্যারেড হয়৷ হয় ইদের নমাজও৷ রেড রোডের সঙ্গে এবার যুক্ত হচ্ছে দুর্গাপ্রতিমার বিসর্জনও৷ নিরাপত্তা জোরদার হয়েছে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বহু মন্ত্রী-আমলা ও পুলিশের উচ্চপদস্থ কর্তাদের উপস্থিত থাকার কথা৷ ভিআইপি-দের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে৷ সাধারণ মানুষেরও যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে লক্ষ রাখা হয়েছে৷ ব্যারিকেড বাঁধার কাজও প্রায় শেষ৷ যাঁরা শহরের বড় পুজোর প্রতিমা দেখার সুযোগ পাননি, তাঁদের অনেকেই বিসর্জনের শোভাযাত্রা দেখতে ভিড় করবেন রোড রোডে৷ পুলিশের আলাদা ওয়াচটাওয়ার তৈরি করা হয়েছে৷

নবান্ন সূত্রে খবর, কমপক্ষে ২৭টি পুজো নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে খিদিরপুর রোড থেকে৷ গতবছর মুখ্যমন্ত্রী এমন একটি শোভাযাত্রার ইচ্ছা প্রকাশ করেছিলেন৷ কিন্তু সময়াভাবে তা সম্ভব হয়নি৷ এ বছর তাই আগে থেকেই বিসর্জনের এই শোভাযাত্রার পরিকল্পনা করা হয়েছিল৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সবার সেরা ১৫টি পুজো, সেরা তিনটি মণ্ডপ, সেরা চারটি প্রতিমা এবং সেরা পাঁচটি আলোকসজ্জা এই যাত্রায় অংশ নেবে৷ প্রতিটি পুজো সর্বোচ্চ চারটি ট্যাবলো সাজাতে পারবে৷ ফোর্ট উইলিয়ামের সামনে থেকে রেড রোড ধরে পুলিশ মেমোরিয়াল পর্যন্ত শোভাযাত্রা হবে৷ তারপর বাজেকদমতলা, দইঘাট এবং বাবুঘাটে বিসর্জন দেওয়া হবে৷ উত্তর কলকাতার পুজোগুলিকেও নিমতলা ঘাটে বিসর্জনের অনুমতি দেওয়া হয়েছে৷ পুলিশ, স্পেশাল ফোর্স ও কমান্ডো বাহিনী থাকবে৷ থাকবে সিসিটিভি নজরদারিও৷

লালবাজার সূত্রে জানা গিয়েছে, গঙ্গার ২৪টি ঘাটে বিসর্জনের ব্যবস্থা থাকবে৷ কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হবে গঙ্গাপাড়৷ রাখা থাকবে রিভার ট্রাফিকের লঞ্চ৷ থাকবে লাইফ সাপোর্ট৷ বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানদেরও মোতায়েন রাখা হবে এলাকায়৷ মূল কলকাতা শুধু নয়, কলকাতার বাইরের শহরতলির বেশ কিছু পুজো এই শোভাযাত্রায় অংশ নেবে৷ তাই শুক্রবার শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় যানজটের সমস্যা হতে পারে বলে আশঙ্কা সাধারণ মানুষের৷ রেড রোড বন্ধ থাকবে বলে বেহালা বা খিদিরপুর রোড ধরে আসা যানবাহনকে জওহরলাল নেহরু রোড দিয়ে ধর্মতলা হয়ে ডালহৌসি পৌঁছতে হবে৷ অধিকাংশ অফিস বন্ধ থাকার কারণে খুব বেশি ভোগান্তি পোহাতে হবে না পথযাত্রীদের৷

The post ট্যাবলো-সহ এই প্রথম রেড রোডে বিসর্জনের শোভাযাত্রা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement