shono
Advertisement

মুখ্যমন্ত্রীর সর্পভীতি, বানতলায় সভার আগে সাপ বিশেষজ্ঞদের দিয়ে সরেজমিনে পরীক্ষা

মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় এবার সংযুক্ত হল স্নেক ক্যাচারও৷ The post মুখ্যমন্ত্রীর সর্পভীতি, বানতলায় সভার আগে সাপ বিশেষজ্ঞদের দিয়ে সরেজমিনে পরীক্ষা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:42 PM Jul 18, 2019Updated: 08:42 PM Jul 18, 2019

দেবব্রত মণ্ডল,বারুইপুর: সাপে ভয় আছে মুখ্যমন্ত্রীর৷ সম্প্রতি বেশ কয়েকটি সভায় তিনি নিজেই তা স্বীকার করেছেন৷ তাই এবার মুখ্যমন্ত্রীর সভার আগে সর্প বিশেষজ্ঞদের নিয়ে আসা হল সভাস্থলের কাছে৷ সুন্দরবনের ঝড়খালির চিড়িয়াখানা থেকে তিনজন সর্প বিশারদ বৃহস্পতিবার বানতলায় মুখ্যমন্ত্রীর সভাস্থলে উপস্থিত হন৷ বিভিন্ন এলাকা ঘুরে সাপের উপস্থিতি টের পাওয়ার চেষ্টা করেন৷

Advertisement

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন এসএসসি চাকরিপ্রার্থীরা, ২১ জুলাইয়ের পর বৈঠকের আশ্বাস মমতার]

দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী কথা প্রসঙ্গে বলেছিলেন, সাপে তাঁর ভয় আছে৷ বর্ষা এবং গরমকালে সাপের উপদ্রব বাড়ে৷ নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেছিলেন, একবার ইলিয়ট পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে তিনি একসঙ্গে তিন-তিনটি সাপের মুখোমুখি হয়েছিলেন৷ আতঙ্কে তিনি ইলিয়ট পার্কে সকালে হাঁটা বন্ধ করে দেন৷ এবার তাই প্রশাসনিক আধিকারিকরা কোনও ঝুঁকি নেননি৷ ঝড়খালি থেকে বনদপ্তরের তিনজন সর্প বিশারদকে সভাস্থলে হাজির করা হয়৷ ঝড়খালি থেকে মোটরসাইকেলে তিনজন যান সেখানে৷

এদিন এক আধিকারিক জানান, যে এলাকায় মুখ্যমন্ত্রীর সভা হচ্ছে সেখানে প্রচুর ঘাস এবং জঙ্গলে ভরতি৷ আশপাশ এলাকা তো প্রচুর ঝোপঝাড়ও আছে৷ ঘাস কাটার মেশিন দিয়ে সমস্ত ঘাস কাটতে হয়েছে৷ বর্ষার মরশুমে এখানে চন্দ্রবোড়া, গোখরো, কেউটে, কালাচের উপদ্রব বেশি৷ তাই মুখ্যমন্ত্রীর সভা এবং আশপাশের এলাকাকে সাপমুক্ত রাখতে প্রশাসনের তরফে এতটুকুও ত্রুটি ছিল না৷ বৃহস্পতিবার বানতলায় মুখ্যমন্ত্রীর সভা শুরুর আগে দেখা যায়, হাতে স্নেক ক্যাচার নিয়ে দাঁড়িয়ে তিন সর্প বিশেষজ্ঞ৷ মোটর সাইকেলে তাঁরা এনেছিলেন ড্রাম এবং অন্যান্য সরঞ্জাম৷ কোনও সাপ ধরা পড়লে, তাকে উপযুক্তভাবে নিয়ে যাওয়ার প্রস্তুতি সারাই ছিল তাঁদের৷

[আরও পড়ুন:ওটিতে সুর-চিকিৎসা! বিশ্বরেকর্ড গড়লেন বাগুইআটির অর্থোপেডিক সার্জন সুমন্ত ঠাকুর]

 

এনিয়ে সর্প বিশেষজ্ঞ সম্রাট মালি বলেন, ‘মুখ্যমন্ত্রীর সভার জন্য আমাদের সকালে ডেকে পাঠিয়েছে বনদপ্তর৷ সাপের উৎপাত হলে, তা গিয়ে ধরব৷ কোবরা বা কেউটে নয়, এই এলাকায় শঙ্খচূড়র মতো সাপেরও বেশ উৎপাত আছে৷’ জেলা বনবিভাগের আধিকারিকের কথায়, ‘এর আগে মুখ্যমন্ত্রীর কোনও সভায় আমাদের সাপ ধরার জন্য নিয়ে যাওয়া হয়নি৷ এই প্রথম আমরা এমন একটি নির্দেশ পেলাম৷’ মুখ্যমন্ত্রীর মতো ভিআইপি জেড ক্যাটাগরির নিরাপত্তাবলয়ে থাকা ব্যক্তিত্বের জন্য সর্বোচ্চ পর্যায়ের সুরক্ষা থাকে৷ এবার সেই তালিকায় যুক্ত হল স্নেক ক্যাচারও৷  

The post মুখ্যমন্ত্রীর সর্পভীতি, বানতলায় সভার আগে সাপ বিশেষজ্ঞদের দিয়ে সরেজমিনে পরীক্ষা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement