সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ মাস জেল খাটার পর জামিন পেলেন ব্রাজিলীয় ফুটবলার দানি আলভেস (Dani Alves)। তবে বেশ কিছু শর্ত আরোপ করেছে বার্সেলোনার (Barcelona) একটি আদালত। তাঁর স্পেন ছাড়ার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। সঙ্গে বিরাট অঙ্কের অর্থ ব্যক্তিগত বন্ড হিসেবে জমা দিতে হবে লিওনেল মেসির প্রাক্তন সতীর্থকে।
২০২২ সালের ডিসেম্বর মাসে বার্সেলোনার একটি নৈশ ক্লাবে ধর্ষণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ১৩ মাসের তদন্ত প্রক্রিয়া শেষ করার পর গত ফেব্রুয়ারিতে তিনি দোষী সাব্যস্ত হন। সেখানে তাঁকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদন করেন চল্লিশ বছর বয়সি ফুটবলার। তার ভিত্তিতে বেশ কিছু শর্ত চাপিয়ে জামিনের আবেদন মঞ্জুর করা হয়।
[আরও পড়ুন : টেস্ট খেলার কৃতিত্ব সরফরাজের বাবারও প্রাপ্য, কেন এমন বলছেন রোহিত?]
সেই অনুযায়ী ব্যক্তিগত বন্ডে ১০ লক্ষ ইউরো জমা করতে হবে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০ কোটি টাকা। সেই সঙ্গে স্পেন ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন না তিনি। পাসপোর্টও জমা রাখতে হবে আদালতের কাছে। এখানেই শেষ নয়। অভিযোগকারীর বাড়ির এক কিলোমিটারের মধ্যেও যেতে পারবেন না তিনি। পাশাপাশি প্রতি সপ্তাহে একদিন তাঁকে আদালতে হাজিরা দিতে হবে।
[আরও পড়ুন : চোটে আইপিএলের বাইরে মহম্মদ শামি, বিকল্প হিসেবে প্রাক্তন নাইটকে নিল গুজরাট টাইটান্স]
দানি আলভেজ দীর্ঘদিন খেলেছেন স্পেনের ক্লাব বার্সেলোনায়। জিতেছেন লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের মতো ট্রফি। ফ্রান্সের ক্লাব পিএসজি ও ইতালির জুভেন্টাসেও খেলেছেন কিছু দিন। আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের জার্সিতে জিতেছেন কোপা আমেরিকা ট্রফি। ধর্ষণের অভিযোগের পর বার্সেলোনা ফুটবল ক্লাব দানি আলভেজকে ‘লেজেন্ড’ তকমা থেকে সরিয়ে দিলেও, পরে তাঁকে ফিরিয়ে আনা হয় সেই তালিকায়। সেই আলভেজের শরীরেও লেগে গেল কলঙ্কের দাগ।