সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনাই সত্যি হল। বঙ্গ ক্রিকেটার মনোজ তিওয়ারির তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার দিনেই তাঁর প্রাক্তন সতীর্থ অশোক দিন্দাও রাজনীতিতে নামলেন। তবে তিনি যোগ দিলেন BJP’তে। বুধবার লেবুতলা পার্কে শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, সব্যসাচী দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আয়োজিত ব়্যালির পরই বিজেপিতে যোগ দিলেন দিন্দা। এর পাশাপাশি এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন সজল ঘোষ। তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলর প্রবীর ঘোষের ছেলেও তৃণমূলে ছিলেন। কিন্তু তিনিও দলবদল করলেন।
এদিন ব়্যালির পর মঞ্চেই উপস্থিত ছিলেন দিন্দা। সেখানেই তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন। তারপর তাঁকে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতেও শোনা যায়। এসময় মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে তাঁর সঙ্গে মজা করতেও দেখা যায়।এরপরই দিন্দা বলেন, “সকলকে ধন্যবাদ জানাই। বিজেপির মতো ভারতের বৃহত্তম রাজনৈতিক দল আমাকে গ্রহণ করেছে। আমি আজ বিজেপিতে যোগ দিচ্ছি। ১২-১৪ ঘণ্টা সময় দেব। এজন্যই ক্রিকেট থেকে অবসর নিয়েছি। দল যখন যা দায়িত্ব দেবে, সেটাই পালন করব।”
[আরও পড়ুন: উদ্বোধনেই চমক, আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামের নামকরণ হল মোদির নামে]
এর আগে চলতি মাসের শুরুতেই সবধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন দিন্দা। ক্রিকেট রাজনীতির শিকার হয়েছেন। এমন অভিযোগ তুলে বাংলার (Bengal Cricket) জার্সিতে মাঠে না নামার সিদ্ধান্ত নিয়েছিলেন গত বছরই। কোচ অরুণলালের বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছিলেন। বাংলার বোলিং কোচ রণদেব বসুকে নিয়েও বিষোদগার করেন তিনি। তারপর থেকেই কৌতূহলী হয়ে ওঠেন ক্রিকেটভক্তরা। তাহলে কোন দলের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলতে দেখা যাবে প্রাক্তন ভারতীয় পেসারকে? গত সেপ্টেম্বরে জল্পনার অবসান ঘটান খোদ তারকা। জানিয়ে দেন, নতুন মরশুমে তাঁকে দেখা যাবে গোয়ায়। সেই মতোই জানুয়ারিতে শুরু হওয়া সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে দেখা গিয়েছিল দিন্দাকে। কিন্তু মরশুম শুরু হওয়ার কয়েকটা দিন যেতেই বড়সড় সিদ্ধান্তটি নিয়ে ফেলেন তিনি। জানিয়ে দেন, ঘরোয়া ক্রিকেট থেকেও অবসর নিচ্ছেন। আর এরপরই তাঁর রাজনীতিতে নামা নিয়ে জল্পনা শুরু হয়। সেই জল্পনাই এবার সত্যি হল।