সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিচ নিয়ে প্রবল চর্চা। পিচ নিয়ে কাটাছেঁড়ায় শুনতে শুনতে বিরক্ত ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
প্রাক্তনরা পিচ নিয়ে ধারাভাষ্য দিয়েছেন। ম্যাথু হেডেনের মতো প্রাক্তন অজি ক্রিকেটার বলেছেন, এই পিচে বল ৪.৮ ডিগ্রি ঘুরছে। প্রথম দিনের পিচ দেখার পরে হেডেন বলেছিলেন, প্রথম দিনই এই পিচ যা আচরণ করছে, তাতে মনে হচ্ছে তৃতীয় দিনের খেলা হচ্ছে। পিচ নিয়ে ক্রমশ আলোচনা না পসন্দ রোহিতের।
[আরও পড়ুন: এল ক্লাসিকোয় আত্মঘাতী গোলে বার্সেলোনার জয়, দাপট দেখিয়েও ঘরের মাঠে হার রিয়ালের]
প্রাক্তনদের নেতিবাচক মন্তব্যও হয়তো কানে এসেছে তাঁর। সেই কারণে রোহিত বলছেন, ”এই পিচে তো আর প্রাক্তনরা খেলেননি, তাই আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। আমি আগেও বলেছি, এই পিচে আমরা খেলতে পছন্দ করি। ঘরের মাঠে খেললে তো এই সুবিধা নেবোই। বাইরে থেকে কে কী বলছে, তা নিয়ে ভাবার কিছু নেই। ঘরের মাঠের সুবিধা নিয়ে ফলাফল না এলে অন্য কিছু ভাবতাম।”
পিচ নিয়ে অতিরিক্ত চর্চায় বিরক্ত রোহিত। তাঁর বক্তব্য, অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিয়ঁ (Nathan Lyon) দুরন্ত বোলিং করেছেন টেস্টে। তাঁর কথা কেউ জিজ্ঞাসা করছেন না। চেতেশ্বর পূজারার ব্যাটিংয়ের প্রশংসা করছেন সবাই। অস্ট্রেলিয়ানরাও পূজারার দারুণ রক্ষণের কথা বলেছেন। রোহিত বলছেন, ”এই পিচ নিয়ে কথাবার্তা বড্ড বেশি হচ্ছে। যখনই দেশের মাটিতে খেলি, তখনই পিচ নিয়ে কথা হয়। নাথান লিয়ঁকে নিয়ে কই কেউ তো কিছু বলছেন না? কী সুন্দর বোলিংটাই না করল লিয়ঁ। দ্বিতীয় ইনিংসে পূজারা দুর্দান্ত খেলল। তা নিয়েও কেউ কিছু বলল না। অথবা উসমান খাওয়াজার ক্রিকেট নিয়েও কেউ কোনও মন্তব্য করেননি। এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে পারি। কিন্তু পিচ নিয়ে আমি কিছু বলতে চাই না। কারণ পিচ নিয়ে অতিরিক্ত আলোচনা অপ্রয়োজনীয়।”