shono
Advertisement

Breaking News

এবার ভুটানের জাতীয় ফুটবল দলের দায়িত্বে মর্গ্যান

ক্লাব ফুটবলের গণ্ডি ছাড়িয়ে এবার বড় দায়িত্বে ব্রিটিশ কোচ। The post এবার ভুটানের জাতীয় ফুটবল দলের দায়িত্বে মর্গ্যান appeared first on Sangbad Pratidin.
Posted: 07:06 PM Feb 28, 2018Updated: 07:21 PM Feb 28, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্লাব ফুটবলের গণ্ডি ছাড়িয়ে এবার বড় দায়িত্বে ব্রিটিশ কোচ ট্রেভর জেমস মর্গ্যান। এবার ভুটানের জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্বে দেখা যাবে ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচকে। লাল-হলুদ শিবিরের অন্যতম সফল কোচদের একজন মর্গ্যান সাহেব এবার পাহাড়ি দেশের ফুটবল দলের দায়িত্বে। দক্ষিণ এশিয়ার ফুটবল মানচিত্রে তেমন শক্তিশালী নয় ভুটান। ফিফা ব়্যাঙ্কিং ১৮৮। এই মুহূর্তে দেশের সেরা ফুটবলার চেঞ্চো গিল্টশেন ভারতের মিনার্ভা পাঞ্জাব দলের প্রধান ভরসা। কিন্তু বিশ্ব ফুটবলের মানচিত্রে দাঁত ফোটাতে চাই সঠিক দিশা। তাই মর্গ্যানের মতো উপমহাদেশীয় পরিবেশে অভিজ্ঞ কোচকেই জাতীয় দলের দায়িত্বে উপযুক্ত মনে করেছে ভুটানের ফেডারেশন। ভারত, নেপাল ও মালদ্বীপের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সমানে সমানে টক্কর দিতে তৈরি হচ্ছে ভুটান। ইতিমধ্যে তৃণমূল স্তরে ফুটবলে দুর্দান্ত উন্নতি করেছে এই দেশ। মিলেছে এএফসির সম্মানও। তাই এবার বড় লক্ষ্য স্থির করতে মর্গ্যানই ভরসা তাদের।

Advertisement

[অ্যারোজকে হারিয়ে আই লিগ জমিয়ে দিল মোহনবাগান]

ভারতের ক্লাব কোচিংয়ে প্রচুর সাফল্য পেয়েছেন বোল্টন ওয়ান্ডারার্সের প্রাক্তন ফুটবলার মর্গ্যান। ২০১০-১৩ টানা তিনবছর তাঁর অধীনে ইস্টবেঙ্গলের সোনালি সময় কেটেছে। চিরশত্রু মোহনবাগানকে হারিয়ে ফেড কাপ জয়, কলকাতা লিগ সবই পেয়েছে পদ্মাপারের ক্লাব। তাঁর কোচিংয়ে ২০১২-১৩ মরশুমে টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে ইস্টবেঙ্গল। ওই বছরই এএফসি কাপের শেয আটে পৌঁছয় লাল-হলুদ শিবির। তখন ভারতীয় ক্লাবের কাছে তা ছিল ইতিহাস। সেই বছরই ইস্টবেঙ্গলের দায়িত্ব ছাড়েন তিনি। কিন্তু তিনবছর পর আবার তাঁকে ফিরিয়ে আনেন ইস্টবেঙ্গলের কর্তারা। মাঝে ২০১৫ সালে গোয়ার ডেম্পো স্পোর্টস ক্লাবের দায়িত্ব নেন। তার আগে আইএসএল-এ কেরালা ব্লাস্টার্সের সহকারী কোচের ভূমিকায় দেখা যায় তাঁকে। ২০১৬-১৭ মরশুমে ফের ইস্টবেঙ্গলকে কলকাতা লিগ চ্যাম্পিয়ন করেন মর্গ্যান।

[এটিকে’র নয়া দায়িত্বে মোহনবাগানের প্রাক্তন কোচ সঞ্জয় সেন]

কিন্তু সেই বছরই লাল-হলুদ শিবিরের সঙ্গে চিরকালের মতো সম্পর্ক ছিন্ন করেন মর্গ্যান। টানা ১৪ বছর আই লিগ জিততে না পারার ক্ষোভ সমর্থকদের মধ্যে তৈরি হয়েছিল। তার বহিপ্রকাশ হয় মর্গ্যানের উপর। ক্লাব তাঁবুতে গো-ব্যাক মর্গ্যান স্লোগান ওঠে। সমর্থকদের হাতে চূড়ান্ত অপমানিত হয়ে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। তারপর অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে থাকছিলেন মর্গ্যান। এবছর ফের উপমহাদেশে ফিরে এলেন ভুটানের প্রধান কোচের দায়িত্ব পেয়ে। কী ভাবছেন ভুটান নিয়ে, পাহাড়ি রাষ্ট্রের ফুটবল নিয়ে আইডিয়া নেই স্বীকার করেছেন মর্গ্যান। ভুটান ফুটবল ফেডারেশনের ফেসবুক পেজে একটি ভিডিওতে মর্গ্যান জানিয়েছেন, ইউটিউবে ফুটবলারদের দু-একটি ম্যাচ দেখেছেন। ফুটবলারদের ভালই লেগেছে তাঁর। কিন্তু তাঁদের আরও সংঘবদ্ধ করে পরিকল্পনামাফিক খেলা বের করার কথা বলেন। মাঠে প্রত্যেককে তাঁধের কাজ সম্পর্কে আরও ওয়াকিবহাল করার চেষ্টা করবেন বলে জানান মর্গ্যান। আপাতত পরের ম্যাচ জেতার জন্যই ভাবতে চান কোচ।

[আনুষ্ঠানিকভাবে তৃণমূল ছাড়লেন বাইচুং ভুটিয়া]

 

The post এবার ভুটানের জাতীয় ফুটবল দলের দায়িত্বে মর্গ্যান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার