সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৫৫ বছর বয়সে জীবনযুদ্ধ থেমে গিয়েছে গ্রাহাম থর্পের। এক সপ্তাহ আগে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারের মৃত্যুতে শোকের পরিবেশ তৈরি হয়েছিল ক্রিকেট মহলে। তখনও জানা যায়নি কীভাবে তাঁর মৃত্যু হয়েছিল। অবশেষে জানা গেল, আত্মহত্যা করেছিলেন তিনি। গ্রাহামের স্ত্রী আমান্ডা নিজেই জানিয়েছেন সেই কথা।
৫ আগস্ট প্রয়াত হন গ্রাহাম থর্প। তাঁর মৃত্যুতে শোকবার্তা জানান ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসও। সম্প্রতি মাইকেল আথারটনের সঙ্গে সাক্ষাৎকারে আমান্ডা জানিয়েছেন গ্রাহামের মৃত্যুর প্রকৃত কারণ। তিনি বলেন, "আমাকে ও দুই কন্যাকে ও খুবই ভালোবাসত। আমরা ওকে খুব ভালোবাসতাম। কিন্তু তাতেও গ্রাহাম ভালো ছিল না। সম্প্রতি গ্রাহাম মনে করত, ও না থাকলে আমাদের জীবন আরও ভালো হবে। আর ঠিক সেটাই করল ও। নিজেকে শেষ করে দিল। সেটা ভাবতেই খুব কষ্ট হয়।"
গ্রাহাম দেশের হয়ে খেলেছিলেন ১০০ টেস্ট। কেরিয়ারের শেষদিকে ইঞ্জেকশন নিয়ে হলেও ব্যাট করতেন। কিন্তু পরের দিকে ব্যক্তিগত জীবনে অবসাদ ও উদ্বেগে ভুগতে শুরু করেছিলেন। সেটাই তাঁর মৃত্যুর কারণ হয়ে দেখা দিল বলে দাবি আমান্ডার। তিনি বলেন, "গত কয়েক বছর ধরে গ্রাহাম অবসাদে ভুগত। ২০২২-র মে মাসেও গ্রাহাম নিজেকে শেষ করার চেষ্টা করেছিল। সেবার ব্যর্থ হয়। কিন্তু তার ফলে দীর্ঘ দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। আমরা ওকে যতটা পেরেছি, ভালো রাখার চেষ্টা করেছি। বহু ধরনের চিকিৎসা করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কোনও কাজই দিল না।"
[আরও পড়ুন: মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ বাংলাদেশ]
সারের হয়ে ১৯৮৮ থেকে কাউন্টি খেলতেন থর্প। তার পরে ১৯৯৩ সালে ইংল্যান্ডের টেস্ট দলের হয়ে তাঁর আত্মপ্রকাশ ঘটে আন্তর্জাতিক ক্রিকেটে। ১২ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ১০০টি টেস্ট খেলেছেন তিনি। ৮২টি ওয়ানডেতেও খেলতে দেখা গিয়েছে থর্পকে। কাউন্টি ক্রিকেটে সারের হয়ে ২০ হাজারের উপরে রান রয়েছে তাঁর। ২০১০ সালে তাঁকে ইংল্যান্ডের ব্যাটিং কোচ নিয়োগ করা হয়। তার পর দলের অ্যাসিস্ট্যান্ট কোচও হন ইংল্যান্ডের জাতীয় দলে। ২০২২ সালে আফগানিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের সিরিজের জন্য থর্পকে হেড কোচ নিযুক্ত করা হয়। কিন্তু সেই সময়েই অসুস্থ হয়ে পড়েন থর্প। শেষ পর্যন্ত মাত্র ৫৫ বছর বয়সে জীবনযুদ্ধে হার মানেন প্রাক্তন ব্যাটার।