সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে এসেছেন প্রদেশ কংগ্রেস নেতাকর্মীদের CAA এবং NRC নিয়ে শিক্ষা দিতে। কিন্তু, কলকাতায় পা দিয়েই একপ্রকার প্রদেশ নেতাদের চমকে দিলেন প্রাক্তন অর্থমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম (P Chiduambaram)। সটান চলে গেলেন পার্ক সার্কাসে। যেখানে দিল্লির শাহিনবাগের ধাঁচে বেশ কিছুদিন ধরেই সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী প্রতিবাদ চলছে। সেখানেই উপস্থিত হলেন প্রাক্তন অর্থমন্ত্রী। সঙ্গে ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সহ-সভাপতি তথা প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর ছেলে রোহন মিত্র।
বিধান ভবন সূত্রে খবর, শহরে পা রাখার পরে পার্ক সার্কাসের ধরনা নিয়ে আগ্রহ দেখান স্বয়ং প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেখানে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন তিনি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর এই অকস্মাৎ আগমনে খানিক চমকেই গিয়েছিলেন বিক্ষোভকারীরা। সেখানে প্রায় মিনিট দশেক ছিলেন চিদম্বরম। কথা বলেন বিক্ষোভরত মহিলাদের সঙ্গে। তাঁকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দেদার সেলফি তোলাও চলে। চিদম্বরম সেখানে কোনও বক্তব্য রাখেননি। সংবাদমাধ্যমের সামনেও সেভাবে মুখ খোলেননি। কিন্তু, তাতেও তাঁর আগমনে পার্ক সার্কাসের এই অরাজনৈতিক বিক্ষোভে যে রাজনীতির রং লাগল তা বলাই বাহুল্য।
[আরও পড়ুন: বিশিষ্টরা ‘শয়তান’, ‘পরজীবী বুদ্ধিজীবী’ বলে খোঁচা দিলীপ ঘোষের]
উল্লেখ্য, জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশি ধরপাকড়ের ঘটনার পর থেকেই দিল্লির শাহিনবাগে অবস্থানে বসেছেন কয়েক’শো মহিলা। কিছুদিন পর পার্ক সার্কাসেও একই ধাঁচে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মহিলারা। সেই ধরনামঞ্চের আয়তন দিন দিন বাড়ছে। ইতিমধ্যেই অবস্থানে যোগ দিয়েছেন কয়েকশো মহিলা। সেই বিক্ষোভেই যোগ দেন চিদম্বরম। এর আগে এই মঞ্চে উপস্থিত থেকেছেন রাজনৈতিক বিশ্লেষক যোগেন্দ্র যাদব, বামপন্থী ছাত্রনেতা উমর খালিদ, কবীর সুমনের মতো ব্যক্তিত্বরা। উল্লেখ্য, আইএনএক্স মিডিয়া মামলায় জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকেই একের পর এক ইস্যু তুলে কেন্দ্রকে আক্রমণ শানিয়ে চলেছেন চিদম্বরম। এর আগে চেন্নাইতে সিএএ বিরোধী মিছিলে হাঁটতেও দেখা গিয়েছে তাঁকে।
The post পার্ক সার্কাসে CAA বিরোধী মঞ্চে চিদম্বরম, দেখা করলেন বিক্ষোভকারীদের সঙ্গে appeared first on Sangbad Pratidin.