সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সঞ্জীব গোয়েঙ্কা ও লোকেশ রাহুল অধ্যায় শেষ হয়েও যেন হল না শেষ।
সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারের পরে সঞ্জীব গোয়েঙ্কা স্বয়ং মাঠে নেমে ধমকান লোকেশ রাহুলকে। সেই ঘটনার প্রেক্ষিতে এবার মুখ খুললেন দেশের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)। জানিয়ে দিলেন, এরকম আচরণ করলে ক্রিকেটাররা দল ছেড়ে চলে যাবেন।
নজফগড়ের নবাব বলেন, ''মালিকদের ভূমিকাই হল ক্রিকেটারদের মোটিভেট করা। কিন্তু দলের মালিক এগিয়ে এসে যদি কাউকে জিজ্ঞাসা করেন, কী হচ্ছে? সমস্যাটাই বা কোন জায়গায়? দলের কাউকে হঠাৎ করে ধরে নির্দিষ্ট কোনও ক্রিকেটার সম্পর্কে যদি প্রশ্ন করে বসেন...কোচ এবং অধিনায়ক দল পরিচালনা করেন। দল পরিচালনা বা দল সংক্রান্ত অন্য বিষয়ে মালিকদের কথা বলাই উচিত নয়।''
[আরও পড়ুন: ‘অধিনায়ক হিসেবে আমার সবচেয়ে বড় ভুল’, কাকে ছাড়া নিয়ে আফশোস গম্ভীরের?]
অতীতে বীরেন্দ্র শেহওয়াগ পাঞ্জাব কিংসের মেন্টর হিসেবে কাজ করেছেন। ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত এই কাজে বহাল ছিলেন নজফগড়ের নবাব। প্রকাশ্যে সঞ্জীব গোয়েঙ্কার এই বিস্ফোরণ মেতে নিতে পারেননি শেহওয়াগ। তাঁর বক্তব্য, যাই হোক না কেন, মালিক কিন্তু লাভের মুখই দেখছেন।
নজফগড়ের নবাব বলছেন, ''এঁরা প্রত্যেকেই ব্যবসায়ী। তাঁরা কেবল লাভ-ক্ষতি বোঝে। এখানে তো ক্ষতি নেই। তাহলে তাঁদের কী নিয়ে এত চিন্তা? মালিকরা ৪০০ কোটি টাকা লাভ করছে। এটাই একমাত্র ব্যবসা যেখানে মালিকপক্ষকে কিছু করতে হয় না। কাজ সামলানোর জন্য প্রতিটি বিভাগে লোক নিয়োগ করতে হয়। তাঁরাই কাজ করেন। যাই হোক না কেন, যা খুশি হয়ে যাক, মালিক পক্ষ কেবল লাভেরই মুখ দেখেন। মালিকের এক ও একমাত্র কাজই হল ক্রিকেটারদের মোটিভেট করা। যদি কোনও ক্রিকেটার মনে করেন, অনেক ফ্র্যাঞ্চাইজি রয়েছে। আমি এই ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেব। আমি এই ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিলে অন্য ফ্র্যাঞ্চাইজি আমাকে দলে নিয়ে নেবে। ভালো প্লেয়ার হারালে জেতার সম্ভাবনা কমে যায় অনেকটাই। আমি ছেড়ে দেওয়ার সময়ে পাঞ্জাব পঞ্চম স্থানে ছিল। অন্য মরশুমে ওরা কখনওই পঞ্চম স্থানে আসতে পারেনি।''