সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ বিনোদ কাম্বলি। ভারতের প্রাক্তন ক্রিকেটারকে থানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল হলেও আশঙ্কা পুরোপুরি কাটেনি বলেই খবর। তবে কাম্বলির ঠিক কী হয়েছে, তা জানানো হয়নি। জানা যাচ্ছে, শনিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায় হাসপাতালে ভর্তি করা হয়।
সাম্প্রতিক সময়ে কাম্বলির অসুস্থতা নিয়ে বারবার উদ্বেগ বেড়েছে। আগস্ট মাসে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। সেখানে দেখা যায় রীতিমতো টলছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েন ক্রিকেটভক্তরা। এর মধ্যে ভাইরাল হয় আরেকটি ভিডিও। সেখানে দেখা যায়, কোচ রমাকান্ত আচরেকরের স্মৃতিসৌধ উদ্বোধনের অনুষ্ঠানে বন্ধু শচীন তেণ্ডুলকরের হাত ধরে টানছেন কাম্বলি। যা দেখে তাঁর অসুস্থতা নিয়ে আশঙ্কা আরও দৃঢ় হয়।
তারপর নিজের অসুস্থতা নিয়ে মুখ খুলেছিলেন কাম্বলি। তিনি জানিয়েছেন, প্রস্রাবের সংক্রমণে ভুগছেন। এমনকী মাসখানেক আগে অজ্ঞানও হয়ে যান। এর মধ্যে শনিবার আচমকা তাঁর শারীরিক অবস্থা ফের খারাপ হয়। তবে চিকিৎসকদের তরফ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে ২০১৩ সালে দুবার অস্ত্রোপচার হয় কাম্বলির। তখন চিকিৎসার ব্যয়ভার বহন করেছিলেন শচীন তেণ্ডুলকর।
সম্প্রতি কাম্বলি অসুস্থ হওয়ার পর সাহায্যের হাত বাড়িয়ে দিতে চেয়েছিলেন ১৯৮৩-র বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা। তবে তার জন্য একটি শর্তও ছিল। কাম্বলিকে স্বেচ্ছায় রিহ্যাবে যেতে হবে। তবেই পুরো খরচ দিতে তৈরি ছিলেন কপিল দেবরা। উল্লেখ্য, কাম্বলির বিরুদ্ধে মদ্যপান ও উচ্ছৃঙ্খল জীবনযাপনের অভিযোগ বারবার উঠেছে।