shono
Advertisement

অবশেষে স্বস্তি, স্বার্থের সংঘাত ইস্যুতে ক্লিনচিট পেলেন দ্রাবিড়

চলতি মাসেই নোটিস পাঠানো হয়েছিল মিস্টার ডিপেন্ডবলকে। The post অবশেষে স্বস্তি, স্বার্থের সংঘাত ইস্যুতে ক্লিনচিট পেলেন দ্রাবিড় appeared first on Sangbad Pratidin.
Posted: 04:01 PM Aug 14, 2019Updated: 04:01 PM Aug 14, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে মিলল ক্লিনচিট। স্বার্থের সংঘাত ইস্যুতে জড়িত নন রাহুল দ্রাবিড়। সাফ জানিয়ে দিলেন বিসিসিআইয়ের প্রশাসনিক কমিটির (সিওএ) সদস্য রবি থোড়গে। তিনি বলেন, “রাহুল দ্রাবিড় কোনও স্বার্থের সংঘাতে জড়িত নন। ওঁকে একটা নোটিস দেওয়া হয়েছিল। তাঁকে ক্লিনচিট দেওয়া হয়েছে। যদি এবিষয়ে ওম্বুডসম্যান কোনও যুক্তি খাঁড়া করতে পারে, তবে আমরাও জবাব দিতে প্রস্তুত। বুঝিয়ে দেওয়া হবে কেন তাঁর বিরুদ্ধে কোনও স্বার্থের সংঘাত নেই।”

Advertisement

[আরও পড়ুন: কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ নিয়ে মুখ খুলে ভারতীয়দের রোষানলে শোয়েব আখতার]

ভারতীয় দলের তিন প্রাক্তন তারকা শচীন তেণ্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণের বিরুদ্ধে আগেই স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছিল। এরপর চলতি মাসের প্রথম সপ্তাহে ভারতীয় ক্রিকেটের স্বর্ণযুগের কিংবদন্তি ক্রিকেটার দ্রাবিড়ের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছিলেন বিসিসিআই এথিকস অফিসার বা ভারতীয় বোর্ডের নীতিশাসক। এই মর্মে তাঁকে একটি নোটিসও পাঠানো হয়েছিল। দ্রাবিড়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি একইসঙ্গে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) ডিরেক্টর পদে রয়েছেন। আবার ইন্ডিয়া সিমেন্টস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট পদেও আছেন। উল্লেখ্য, আইপিএলের সফলতম ফ্র‌্যাঞ্চাইজি টিম চেন্নাই সুপার কিংসের (সিএসকে) মালিক ইন্ডিয়া সিমেন্টস। যে কোম্পানির সর্বময় কর্তা প্রাক্তন বোর্ড প্রধান এন শ্রীনিবাসন। বোর্ডের কাছে দ্রাবিড়ের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ তুলেছিলেন মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার আজীবন সদস্য সঞ্জীব গুপ্তা। তারপরই নোটিস পাঠানো হয়েছিল রাহুলকে।

[আরও পড়ুন: ক্যারিবিয়ান সফরে বিতর্কে টিম ইন্ডিয়ার ম্যানেজার, খোয়াতে পারেন চাকরি]

দ্রাবিড়ের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের নোটিস পাঠানোর কথা স্বীকার করে ওম্বুডসম্যান তথা এথিকস অফিসার অবসরপ্রাপ্ত বিচারপতি ডি কে জৈন উত্তরের জন্য মিস্টার ডিপেন্ডবলকে দু’সপ্তাহ সময় দিয়েছিলেন। গোটা ঘটনায় বিরক্তি প্রকাশ করেছিলেন তাঁর এককালের সতীর্থ সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআইয়ের কার্যকলাপ নিয়ে টুইটারে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। তবে দ্য ওয়াল ক্লিনচিট পাওয়ায় স্বস্তিতে তাঁর ভক্তকূল। যদিও এখনও পর্যন্ত এনিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি দ্রাবিড়।

The post অবশেষে স্বস্তি, স্বার্থের সংঘাত ইস্যুতে ক্লিনচিট পেলেন দ্রাবিড় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement