shono
Advertisement

Breaking News

Pakistan

'বাবরদের দেখে মনে হচ্ছে হেঁটে আমেরিকা এসেছে', ভারত ম্যাচের আগে সমালোচনা প্রাক্তন তারকার

কেন একথা বললেন প্রাক্তন তারকা?
Published By: Krishanu MazumderPosted: 03:49 PM Jun 08, 2024Updated: 03:49 PM Jun 08, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের বিরুদ্ধে নামার আগেই পাকিস্তান জুড়ে অসন্তোষের হাওয়া। প্রথম ম্যাচেই বাবর আজমরা হার মেনেছেন আমেরিকার কাছে। তার পরই বাবর আজম, শাহিন আফ্রিদিদের দিকে ধেয়ে আসছে সমালোচনা।
প্রাক্তন ক্রিকেটাররা তুলোধনা করছেন। রবিবার ভারত-পাক ম্যাচ। তার আগে প্রাক্তন পাক অধিনায়ক সলমন বাট আমেরিকা ম্যাচের উদাহরণ তুলে ধরে জানিয়েছেন, বাবর আজমদের দেখে মনে হয়েছে ওরা পাকিস্তান থেকে আমেরিকায় এসেছে পায়ে হেঁটে।

Advertisement

[আরও পড়ুন: রশিদ-ফারুকির দাপটে কিউয়িরা কুপোকাত, বড় ব্যবধানে জিতে সুপার এইটের পথে আফগানিস্তান]


সলমন বাটকে বলতে শোনা গিয়েছে, ''এটাই সত্যি ঘটনা। পাকিস্তানের খেলা দেখে মনে হয়েছে ওরা হাঁটতে হাঁটতে পাকিস্তান থেকে আমেরিকা এসেছে। শরীরী ভাষা দেখে মনে হয়েছে ওরা অলস। এনার্জির কোনও চিহ্ন দেখা যায়নি। দেখে মনে হচ্ছে আমরা ১৫০ বছর ধরে ক্রিকেট খেলছি।''
পাকিস্তানের নির্ভরযোগ্য পেসার শাহিন আফ্রিদির সমালোচনাও করেছেন বাট। তিনি বলেছেন, ''ফাস্ট বোলিং নিয়ে গর্ব করে পাকিস্তান। কিন্তু আমেরিকার বিরুদ্ধে ম্যাচে একটা বাউন্সারও করেনি ওরা। এই বোলিংয়েরই এত তারিফ করেন রামিজ রাজা। ম্যাচ জিততে হলে উইকেট নিতেই হবে। সহযোগী দেশ হিসেবে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে আমেরিকারই চাপে থাকার কথা ছিল। কিন্তু পাকিস্তানকেই চাপে থাকতে দেখা গিয়েছে। বরং আমেরিকাই স্বস্তিতে ছিল। আমাদের থেকে ওদের ফিল্ডিং প্লেসমেন্ট ভালো ছিল। শাহিনকে দেখে মনে হয়েছে ওর হাতে ইয়র্কার ছাড়া দ্বিতীয় কোনও অস্ত্র নেই।''
ভারতের বিরুদ্ধে সম্পূর্ণ নতুন ম্যাচ। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় চাপে পাকিস্তানই। এই ধরনের পরিস্থিতিতে ভয়ংকর হয়ে ওঠে তারা। রবিবার কী হবে, তার উত্তর দেবে সময়।

[আরও পড়ুন: পাক ম্যাচের আগে নেটে চোট রোহিতের, নামতে পারবেন মহারণে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতের বিরুদ্ধে নামার আগেই পাকিস্তান জুড়ে অসন্তোষের হাওয়া।
  • প্রথম ম্যাচেই বাবর আজমরা হার মেনেছেন আমেরিকার কাছে।
  • তার পরই বাবর আজম, শাহিন আফ্রিদিদের দিকে ধেয়ে আসছে সমালোচনা।
Advertisement