shono
Advertisement

‘মানসিকতা না বদলালে দুরমুশ করে দেবে ভারত’, বিশ্বকাপের আগে আশঙ্কা পাক তারকার

এশিয়া কাপে ব্যর্থ পাকিস্তান।
Posted: 02:18 PM Sep 21, 2023Updated: 02:18 PM Sep 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য সমাপ্ত এশিয়া কাপে পাকিস্তান (Pakistan) ব্যর্থ হয়েছে। শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে যান বাবর আজমরা। ভারতের কাছে বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। এশিয়া কাপে বাবর আজম-শাহিন আফ্রিদিদের পারফরম্যান্স দেখার পরে আশঙ্কিত কামরান আকমল (Kamran Akmal)।

Advertisement

তাঁর মত, আসন্ন বিশ্বকাপেও পাকিস্তান যদি এশিয়া কাপের মতোই হতশ্রী ক্রিকেট খেলে তাহলে কিন্তু কপালে দুঃখ রয়েছে। আকমল বলছেন, ”মহম্মদ শামি বেঞ্চে। প্রথম একাদশে খেলেনি। এতেই বোঝা যাচ্ছে ভারতীয় দলের বোলিং বিভাগ যথেষ্ট শক্তিশালী। বিরাট কোহলি ও রোহিত শর্মা ভালো ফর্মে রয়েছে। শুভমান গিল সম্প্রতি সেঞ্চুরি পেয়েছে। ব্যাটিং ইউনিটও বেশ শক্তিশালী। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে পরিকল্পনা করা উচিত পাকিস্তানের। ভারতকে যাতে চাপে ফেলা যায়, সেই মতোই চিন্তাভাবনা করা উচিত।” 

[আরও পড়ুন: আজ শুরু আইএসএল, প্রথম ম্যাচে সুনীলহীন বেঙ্গালুরুর প্রতিপক্ষ প্রীতমদের কেরালা]

 

কামরান আকমল জানাচ্ছেন, এশিয়া কাপের মানসিকতা নিয়ে যদি খেলতে নামে এবং গত তিন বছর ঘরে যেরকম খেলে এসেছে, সেই ভাবেই যদি পাকিস্তান বিশ্বকাপে খেলে তাহলে খুব বিশ্রী ভাবে হারতে হবে। সত্যি সত্যি ভালো পরিকল্পনা করতে হবে।”

[আরও পড়ুন: মায়ামির বড় জয়ের দিনে চিন্তা বাড়ালেন মেসি, চোট পেয়ে মাঠ ছাড়লেন এলএম ১০]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement