সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের ম্যাচটি ভেস্তে গিয়েছিল বৃষ্টির কারণে। বাকি সবকটি ম্যাচে জয়ী কোহলি অ্যান্ড কোং। আর বিরাট কোহলিদের এই ফর্মই পাকিস্তানের সেমিফাইনালে পৌঁছনোর পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এই প্রসঙ্গেই প্রাক্তন পাক ক্রিকেটার বসিত আলির মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তাঁর দাবি, পাকিস্তান যাতে টুর্নামেন্টের শেষ চারে পৌঁছতে না পারে, তার জন্য ইচ্ছাকৃতভাবে খারাপ পারফর্ম করবে ভারত। তাঁর এই মন্তব্যের পরই কোহলি ভক্তদের কটাক্ষের শিকার হয়েছেন প্রাক্তন পাক তারকা।
[আরও পড়ুন: পেনাল্টি শুটআউটে প্যারাগুয়েকে হারিয়ে কোপার শেষ চারে দাঁতনখহীন ব্রাজিল]
১৯৯২ বিশ্বজয়ী পাকিস্তানের কথা এবার মনে করিয়ে দিচ্ছেন সরফরাজ আহমেদরা। হুবহু একই গতিতে এগিয়ে চলেছে পাকিস্তান। কিন্তু সেমিফাইনালে পৌঁছতে গেলে শুধু তাদের নিজেদের বাকি ম্যাচ জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে অন্যান্য ম্যাচের ফলাফলগুলির দিকেও। এমন পরিস্থিতিতে শোয়েব আখতার ভারতীয় দলকে অনুরোধ জানিয়েছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে যেন দুর্দান্ত পারফর্ম করে তারা। তাহলেই নিজেদের দুই ম্যাচ জিতে পাক দলের সেমিতে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হবে। কিন্তু শোয়েবের উলটো পথে হেঁটে বসিত আলি বলছেন, পাকিস্তানকে রুখতে ভারত নাকি ইচ্ছা করে খারাপ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে। এমনকী তাঁর দাবি, আফগানিস্তানকে যাতে কেউ হেয় না করে, সে কারণেই ওদের সঙ্গে ওমন হাড্ডাহাড্ডি লড়াই করেছিল ভারত। শেষ চারের দৌড়ে থাকা বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধেও একইভাবে খেলবে টিম ইন্ডিয়া।
একটি পাক চ্যানেলে প্রাক্তন ক্রিকেটার বলেন, “ভারত কোনওভাবেই পাকিস্তানকে সেমিফাইনালে পৌঁছতে দেবে না। ওদের পরের দুই ম্যাচ বাংলাদেশ আর শ্রীলঙ্কার বিরুদ্ধে। আর সবাই দেখেছে, ওরা আফগানিস্তানের বিরুদ্ধে কীভাবে জিতেছে। এক্ষেত্রেও কেউ বলবে না ওরা ইচ্ছাকৃতভাবে হেরেছে।” তাঁর এই মন্তব্যের পরই বসিত আলিকে সোশ্যাল মিডিয়ায় তুলোধোনা করতে শুরু করেছেন নেটিজেনরা। অনেকেই ঠাট্টা করে লিখেছেন, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের থেকে ভারত পাকিস্তানের বিরুদ্ধে শেষ চারে খেলতে বেশি আগ্রহী হবে। তাই ইচ্ছাকৃতভাবে কিছু করার প্রয়োজন হবে না। তাঁর মন্তব্য নিয়ে মজার মজার মিমও তৈরি হয়ে গিয়েছে। অনেকে এমন বিশ্লেষণকে ‘বোকা বোকা’ বলেও নিন্দা করেছেন।
[আরও পড়ুন: বিরাটের রেকর্ডের দিন বোলারদের দাপট, শেষ চারে কার্যত নিশ্চিত ভারত]
এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ম্যাচে ম্যাঞ্চেস্টারে সমর্থকদের উচ্ছ্বাসের বাঁধ ভেঙেছিল। হাজার হাজার সমর্থকদের এনার্জি দেখে মুগ্ধ ভারত অধিনায়ক বিরাট কোহলি।
The post পাকিস্তানকে রুখতে ইচ্ছা করে খারাপ খেলবেন কোহলিরা, প্রাক্তন পাক ক্রিকেটারের মন্তব্যে বিতর্ক appeared first on Sangbad Pratidin.