shono
Advertisement

ত্রিপুরায় বিপ্লব দেবের বাড়িতে আগুন ধরাল ‘জেহাদি’রা, ভাঙচুর গাড়িও

কাঠগড়ায় বামেদের গুন্ডারা।
Posted: 09:16 AM Jan 04, 2023Updated: 09:20 AM Jan 04, 2023

প্রণব সরকার, আগরতলা: নতুন বছরের শুরুতেই ত্রিপুরায় (Tripura) বিধানসভা নির্বাচন। তার আগে উত্তপ্ত উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য। এবার সরাসরি সে রাজ্য়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের (Biplab Deb) বাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা। ভাঙচুর হল গাড়িও। এমনকী, আগুন ধরিয়ে দেওয়ার মতোও ঘটনা ঘটেছে। বিপ্লব দেবের অভিযোগ, সিপিএমের গুন্ডারা হামলা করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বাম নেতৃত্ব।

Advertisement

বিপ্লব দেবের গ্রামের বাড়ি উদয়পুরের জামজুরিতে। বুধবার তাঁর বাবার বার্ষিক পারলৌকিক কাজ হওয়ার কথা। অভিযোগ, তার আগে মঙ্গলবার রাতে একদল দুষ্কৃতী হামলা চালায় তাঁর গ্রামের বাড়িতে। ভাঙচুর করা হয় গাড়ি। বাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়। ঘটনার পরই রাজ্য পুলিশের মহা নির্দেশককে ফোন করেন বিপ্লব দেব। অভিযোগ জানান।

[আরও পড়ুন: মালদহের পর এবার নিউ জলপাইগুড়ি! ফের বন্দে ভারত এক্সপ্রেসে পাথরবৃষ্টি]

২০১৭ সালের বিধানসভা নির্বাচনের আগে একাধিকবার আক্রান্ত হয়েছিলেন বিপ্লব দেব। ২০২৩ সালের বিধানসভার নির্বাচন আগে আবার তাঁর বাড়িতে হামলা চলল। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। বিজেপির অভিযোগ, কমিউনিস্ট পার্টির উসকানিতে এই কাণ্ড ঘটিয়েছে জেহাদিরা। 

 

ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সংবাদ প্রতিদিনকে জানিয়েছেন, “এটা সিপিএমের দুষ্কৃতীদের কাজ। একটা মিছিল করে আসছিল তারা। সেই সিপিএমের মিছিল থেকে হামলা চালানো হয়।” বুধবার সকালে বিপ্লব দেব তাঁর পৈতৃক বাড়িতে যাবেন। যদিও হামলার কথা অস্বীকার করেছে সিপিএম।

[আরও পড়ুন: মালদহে শুভেন্দুর সভায় আবাস যোজনার ফর্ম পূরণ বিজেপির, লোক টানার ফন্দি, পালটা তৃণমূলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement