সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধুম জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তবে আগের থেকে এখন ভালো রয়েছেন বলেই খবর। গত কয়েক বছর ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন ৭৮ বছরের বিল। এর আগেও অসুস্থতার জেরে একাধিকবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে।
জানা গিয়েছে, স্থানীয় সময় সোমবার দুপুর নাগাদ হঠাৎ জ্বর বেড়ে যায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় মেডস্টার জর্জটাউন ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারে। বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়। আপাতত ওই হাসপাতালেই ভর্তি রয়েছেন ডেমোক্র্যাট নেতা। এনিয়ে বিল ক্লিনটনের মুখপাত্র অ্যাঞ্জেল ইউরিনা জানান, "এদিন জ্বর বেড়ে যাওয়ার কারণে প্রাক্তন প্রেসিডেন্টকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে আগের থেকে ভালো রয়েছেন তিনি। এখন তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।"
উল্লেখ্য, ২০০৪ সালে গুরুতর হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল ক্লিন্টনের। দ্রুত তাঁর বাইপাস সার্জারি করেন চিকিৎসকরা। সেই থেকেই তাঁর খাদ্যাভ্যাসে বড়সড় পরিবর্তন আসে। এর আগে চর্বিজাত খাবার খেতেই বেশি ভালোবাসতেন তিনি। কিন্তু ডাক্তারদের পরামর্শে তারপর থেকে নিরামিষ খাবারই খাওয়া শুরু করেন ক্লিন্টন। এরপর ২০২১ সালেও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন বিল। রক্তে শ্বেতকণিকার পরিমাণ বেড়ে যায় তাঁর।
১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত আমেরিকার মসনদে ছিলেন বিল ক্লিনটন। তিনি ছিলেন আমেরিকার ৪২তম প্রেসিডেন্ট। চলতি বছরের শুরুতে শিকাগোয় অনুষ্ঠিত ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনে উপস্থিত ছিলেন তিনি। এছাড়া প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের হয়েম প্রচারও করতে দেখা যায় তাঁকে। সুদর্শন চেহারা, অসাধারণ বাগ্মীতা ও ক্যারিশমার জন্য অসম্ভব জনপ্রিয় ছিলেন ক্লিন্টন। যদিও মনিকা নিউয়েনস্কি-সহ একাধিক মহিলা তাঁর যৌন হেনস্তার অভিযোগ আনায় ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ণ হয় তাঁর।