shono
Advertisement
Pakistan

ভারতকে চাপে ফেলার ছক! পাকিস্তানকে ৪০টি যুদ্ধবিমান দিচ্ছে 'বন্ধু' চিন

পাক সেনাবাহিনী ইতিমধ্যেই এই জেটগুলো কেনার অনুমোদন দিয়েছে।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 05:32 PM Dec 24, 2024Updated: 05:32 PM Dec 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতকে চাপে ফেলার ছক! এবার পাকিস্তানকে ৪০টি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট দিতে চলছে 'বন্ধু' চিন। এই অত্যাধুনিক যুদ্ধবিমান রাডারে প্রায় অদৃশ্য। ফলে সহজেই 'শত্রুপক্ষে'র চোখে ধুলো দিতে পারে এই জেটগুলো। সমর বিশ্লেষকদের মতে, ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের কথা অজানা নয় চিনের। ইসলামাবাদের হাতে যুদ্ধবিমান তুলে দিয়ে দিল্লিকেই চাপে ফেলতে চায় কমিউনিস্ট দেশটি।

চিনের উন্নত সামরিক বিমানগুলোর মধ্যে অন্যতম জে-৩৫এ স্টেলথ ফাইটার জেট। যা পেতে মরিয়া পাকিস্তান। কয়েকদিন আগেই এই যুদ্ধবিমান কেনা নিয়ে দুদেশের মধ্যে আলোচনা হয়। চুক্তি সম্পন্ন হলে আগামী দুবছরের মধ্যে ইসলামাবাদের হাতে চলে আসবে ৪০টি জে-৩৫এ ফাইটার জেট। এই মুহূর্তে পাকিস্তানের কাছে রয়েছে মার্কিন এফ-১৬ ও ফরাসি মিরাজ ফাইটার জেট। কিন্তু ভারতের রাফালে যুদ্ধবিমানগুলোর মোকাবিলা করার জন্য সেগুলো যথেষ্ট পুরনো। জানা গিয়েছে, এই চুক্তি চূড়ান্ত হলে, বিশ্বে পাকিস্তানই প্রথম দেশ হবে যাদের কাছে বেজিংয়ের স্টেলথ জে-৩৫এ ফাইটার জেটের স্কোয়াড্রন থাকবে। সূত্রের খবর, পাক সেনাবাহিনী ইতিমধ্যেই এই জেটগুলো কেনার অনুমোদন দিয়েছে।

Advertisement

প্রসঙ্গত, সামরিক ক্ষেত্রে বন্ধু রাশিয়ার সঙ্গে বড় চুক্তি করতে চলেছে ভারত। ‘ভোরোনেজ’ নামে এক রাডার মস্কোর থেকে কিনবে দিল্লি। যা প্রায় ১০ হাজার কিলোমিটার পর্যন্ত প্রতিপক্ষের উপর নজরদারি চালাতে সক্ষম। ‘শত্রু’র প্রতিটা পদক্ষেপ ধরা পড়বে সহজেই। অত্যাধুনিক এই রাডার হাতে এলে নিঃসন্দেহে আরও শক্তি বাড়বে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের। এই ভোরোনেজ। এক সঙ্গে অন্তত ৫০০টি বস্তু চিহ্নিত করার ক্ষমতা রয়েছে অত্যাধুনিক এই রাডারের।

শুধু তাই নয়, সব মিলিয়ে প্রায় ১০ হাজার কিলোমিটার পর্যন্ত প্রতিপক্ষের উপর নজরদারি চালাতে সক্ষম এই রুশ ‘দিব্যচক্ষু’। এর তীক্ষ্ণ নজর থেকে বাদ পড়বে না কোনও ব্যালিস্টিক মিসাইল, ফাইটার জেট, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র (ICBMs)। রাশিয়ার দাবি, ভোরোনেজ সহজেই ধরে ফেলতে পারবে স্টেলথ মিসাইল (রাডারে প্রায় অদৃশ্য)- এর গতিবিধিও। বিশেষজ্ঞদের মতে, ভারতের এই চুক্তির কথা জানতে পেরেই তৎপরতা বাড়িয়েছে পাকিস্তান। সঙ্গ দিচ্ছে চিন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতকে চাপে ফেলার ছক! এবার পাকিস্তানকে ৪০টি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট দিতে চলছে 'বন্ধু' চিন।
  • এই অত্যাধুনিক যুদ্ধবিমান রাডারে প্রায় অদৃশ্য। ফলে সহজেই 'শত্রুপক্ষে'র চোখে ধুলো দিতে পারে এই জেটগুলো।
  • চিনের উন্নত সামরিক বিমানগুলোর মধ্যে অন্যতম জে-৩৫এ স্টেলথ ফাইটার জেট। যা পেতে মরিয়া পাকিস্তান।
Advertisement