সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরগাঁওয়ের ফর্টিস হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রমাণিত হল। ডেঙ্গিতে আক্রান্ত এক রোগীর চিকিৎসার জন্য নিয়মমাফিক খরচের তুলনায় হাসপাতাল কর্তৃপক্ষ ১৭০০% বেশি চার্জ করেছে বলে অভিযোগ উঠেছিল। এবার সেই অভিযোগকে মান্যতা দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বা NPPA। শুক্রবার তারা জানিয়েছে, একজন ডেঙ্গিতে আক্রান্ত রোগীর চিকিৎসায় যত টাকা খরচ হওয়ার কথা, তার ১৭৩৭% বেশি চার্জ করেছে গুরগাঁওয়ের ফর্টিস মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউট। যদিও ওই রোগীকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।
[২০১৯-এ মোদিকেই ভোট দেবেন ৭৯% দেশবাসী, দাবি সমীক্ষায়]
কোন কোন খরচ বেশি দেখিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ? NPPA জানাচ্ছে, সিরিঞ্জ, গ্লাভস, টাওয়ালের মতো কনজিউমেবলের দাম প্রতি ইউনিটে ৫.৭৭ টাকার বদলে ১০৬ টাকা দেখিয়েছে হাসপাতাল। ডোটামিন ২০০ মিলিগ্রামের ন্যায্য দাম ২৮.৩৫ টাকা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তার জন্য ২৮৭ টাকারও বেশি দাম নিয়েছে। অর্থাৎ, প্রায় ১০০০% বেশি। মেরোক্রিট ১ গ্রামের দামে হাসপাতাল কর্তৃপক্ষ ৬৭০% বেশি লাভ রেখেছে। ৪০৪ টাকা দামের প্রতি ইউনিট ওই ওষুধের দাম নেওয়া হয়েছে ৩১ হাজার টাকা।
[এবার বিদায়ের সময়, রাহুলের হাতে দায়িত্ব ছেড়ে ঘোষণা সোনিয়ার]
কেন্দ্রীয় সংস্থাটির বক্তব্য, কেন্দ্রের বেঁধে দেওয়া দামের তুলনায় চিকিৎসা সংক্রান্ত সবরকম পণ্যের দামই বহুগুণ বেশি নেওয়া হয়েছে। আইন ভাঙায় ফর্টিসের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে NPPA। গতমাসে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে সাত বছরের এক শিশুকন্যার মৃত্যুর পরই ফর্টিসের বিরুদ্ধে অমানবিকতার অভিযোগ উঠেছিল। এবার সেই অভিযোগের সত্যতা স্বীকার করে নিল কেন্দ্রীয় সংস্থাও। হাসপাতাল কর্তৃপক্ষকে ওই রোগীর চিকিৎসার যাবতীয় বিল জমা দিতে নির্দেশ দিয়েছে NPPA। এক একজন রোগীর চিকিৎসায় যত খরচ হয়, তার তুলনায় ১০০০%-এরও বেশি লাভ রেখে বিল তৈরি করে ফর্টিস, তোপ কেন্দ্রীয় সংস্থাটির। যদিও এই অভিযোগের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও জবাব পাওয়া যায়নি।
[অবিকল সৌরমণ্ডল, ৮ গ্রহ নিয়ে নক্ষত্রের সংসার খুঁজে পেলেন বিজ্ঞানীরা]
The post ডেঙ্গির চিকিৎসায় ১৭০০% বেশি বিল ফর্টিসের, মানল কেন্দ্রীয় সংস্থা appeared first on Sangbad Pratidin.