shono
Advertisement

দলিত বন্ধুর জন্য শৌচালয় গড়ে সমাজকে শিক্ষা পড়ুয়াদের

শুধু বড়রা নয়, শিক্ষার মাধ্যম হতে পারে ছোটরাও৷ The post দলিত বন্ধুর জন্য শৌচালয় গড়ে সমাজকে শিক্ষা পড়ুয়াদের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:29 PM Sep 05, 2016Updated: 12:15 PM Sep 05, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বশিগারান, রাহুল, নবীনরাজ ও হরিশ৷ চারমূর্তির কীর্তিতে গর্বিত গোটা চেন্নাইবাসী৷ সবার মুখে মুখে ফিরছে এদেরই নাম৷ কারণ অষ্টম শ্রেণির চার ছাত্র  বন্ধুত্বের যে নতুন পাঠ পড়িয়েছে গোটা রাজ্যকে, তা নজির হয়ে উঠেছে দাক্ষিণাত্যের এই রাজ্যে৷

Advertisement

সব কিছুই তারা করেছে নিজেদের বন্ধু আগাথিয়ানের জন্য৷ দলিত পরিবারের আগাথিয়ানের বাড়িতে শৌচালয় নেই৷ খোলা স্থানে শৌচকর্ম করার ফলে ঘনঘন অসুস্থ হয়ে পড়ত তাদের সহপাঠি৷ এমনকী তার পায়ে চর্মরোগও হয়ে যায়৷

বন্ধুর এই অবস্থা দেখে তাঁর জন্য শৌচাগারের ব্যবস্থা করবে বলে ঠিক করে বশিগারান, রাহুল, নবীনরাজ ও হরিশ৷ যেমনি ভাবা, তেমনি কাজ৷ শৌচাগারের জন্য অর্থ সংগ্রহ শুরু করে দেয় চার জনে৷এই কাজে তাদের সাহায্য করেন মাষ্টারমশাই ভীরামানি৷

তবে, শুধু অর্থ সংগ্রহ করেই ক্ষান্ত হয়নি চার ডানপিঠে৷ নিজেরাই সরঞ্জাম কিনে এনে হাত লাগিয়ে তৈরি করেছেন পাকা শৌচাগার৷ সবই তারা করেছে বন্ধু আগাথিয়ানের জন্য৷ যাতে এবারে আর অস্বচ্ছতার কারণে অসুস্থ হয়ে স্কুল কামাই না হয় তার৷ সারা দেশে যখন দলিত নিগ্রহের ঘটনা ঘটছে বারবার, প্রশাসন যখন চেষ্টা করেও পরিস্থিতি আয়ত্তে আনতে নারাজ তখন নজির গড়ল এই পড়ুয়ারাই৷ বন্ধুত্বের কোনও ভেদাভেদ হয় না এ শিক্ষাই যেন খুদে হয়েও সমাজকে দিয়ে গেল তারা৷ হাজারও বিভেদে দীর্ণ এ দেশ চার খুদের কাছে শিখল, কীভাবে মানুষ হয়ে পাশের কারো হাত ধরতে হয়৷ কে বলে শিক্ষক শুধু হন বড়রাই! যে শিক্ষা এরা দিয়ে গেল, তাই বা কম কী!

The post দলিত বন্ধুর জন্য শৌচালয় গড়ে সমাজকে শিক্ষা পড়ুয়াদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement