দেবব্রত মণ্ডল, বারুইপুর: পথ কুকুরের উপর নৃশংস অত্যাচার। ধানজমির বীজতলা নষ্ট করার আশঙ্কায় চার সারমেয়কে খুনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির ২ নম্বর জালাবেড়িয়া পঞ্চায়েতের সিকিরহাট পশ্চিম গাবতলা গ্রামের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কঠোর শাস্তির দাবিতে সরব গ্রামবাসীরা।
সোমবার সকালে ওই এলাকায় একসঙ্গে চারটি কুকুরের দেহ দেখতে পান এলাকাবাসীরা। তাঁদের দাবি, কুকুরগুলিকে খুন করেছে। কে বা কারা এই কাজ করল, তা নিয়ে প্রথমে সন্দেহ প্রকাশ করেন স্থানীয়রা। যদিও পরে তাঁরা বুঝতে পারে এই কাজ এলাকারই বাসিন্দা ভবসিন্ধু মণ্ডল।
[আরও পড়ুন: বিশ্বভারতীর ৫০ মিটারের মধ্যে ধরনায় ‘না’, হাই কোর্টে বহাল বিচারপতি মান্থার নির্দেশ]
স্থানীয় সূত্রে খবর, ধৃত ভবসিন্ধু মণ্ডল, পশ্চিম গাবতলা গ্রামের বাসিন্দা। ওই এলাকায় চাষের জমিও রয়েছে তার। বসতবাড়ি সংলগ্ন ক্ষেতে ধানের বীজতলা ফেলেছিল ভবসিন্ধু। এদিকে, জমির আশেপাশে দিনরাত ঘোরাফেরা করে বেশ কয়েকটি পথকুকুর। তারা বীজতলা নষ্ট করতে পারে বলেই আশঙ্কা ছিল। অভিযোগ, সেই আশঙ্কা যাতে সত্যি না হয় তাই জমির আশেপাশে বিদ্যুতের তারের বেড়া দিয়েছিল ওই ব্যক্তি। তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই কুকুরগুলি প্রাণ হারিয়েছে বলেই অভিযোগ এলাকাবাসীর।
কুলতলি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন স্থানীয়রা। ভবসিন্ধু মণ্ডলকে পাকড়াও করে পুলিশ। অভিযুক্ত এখনও পর্যন্ত নিজের ‘কুকীর্তি’র কথা স্বীকার করেনি বলেই পুলিশ সূত্রে খবর। এদিকে, নিহত কুকুরগুলির বেশ কয়েকটি ছানাও ছিল। সারমেয় শাবকদের লালন পালন করছেন স্থানীয়রা।