shono
Advertisement

বেশিরভাগ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কই বেসরকারিকরণের পথে! ইঙ্গিত খোদ প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টার

বেসরকারিকরণের পথে আরও জোর!
Posted: 04:52 PM Oct 12, 2023Updated: 04:52 PM Oct 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের অধিকাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কই কি বেসরকারিকরণের পথে? খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আর্থিক উপদেষ্টামণ্ডলীর সদস্যের কথাতেই মিলল সেই ইঙ্গিত। প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টামণ্ডলীর সদস্য সঞ্জীব সান্যাল বলছেন, আগামী দিনে চারটি রাষ্ট্রায়ত্ত সংস্থা জীবিত থাকবে। এবং ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

Advertisement

প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টামণ্ডলীর সদস্য সঞ্জীব সান্যাল এক সাক্ষাৎকারে বলেছেন,”আমার মনে হয়, চারটি বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থাকবে। এবং ভবিষ্যতে ভারতীয় ব্যাঙ্ককিং ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।” তবে সঞ্জীববাবু জানান, তিনিও চান ধীরে ধীরে ব্যাঙ্কিং ব্যবস্থার ক্ষেত্রে বেসরকারি অংশীদারী বাড়ুক। তবে সরকারের হাতেও ব্যাঙ্কিং সেক্টরের একটা অংশ নিয়ন্ত্রণ রাখার উপর জোর দিয়েছেন তিনি।

[আরও পড়ুন: বিয়ে এবং সামাজিক অনুষ্ঠানের জন্য বদলে গেল রাজস্থানের ভোটের দিন! সিদ্ধান্ত কমিশনের]

বিলগ্নিকরণ এবং বেসরকারিকরণ। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের এটাই যেন ইউএসপি হয়ে দাঁড়িয়েছে। বছর দুই আগে কেন্দ্রীয় বাজেটেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Niramala Sitharaman)। বেসরকারিকরণের জন‌্য প্রাথমিকভাবে চারটি মাঝারি মাপের ব্যাঙ্ককে বেছে নেয় মোদি (Narendra Modi) সরকার। সেগুলির বেসরকারিকরণের প্রক্রিয়াও চলছে। সঞ্জীব সান্যাল প্রধানমন্ত্রীর উপদেষ্টামণ্ডলীর সদস্য। স্বাভাবিকভাবেই তিনি সরকারের নীতি সম্পর্কে ভালমতোই অবগত। তাছাড়া আগামী দিনে কী পদক্ষেপ সরকার করতে পারে, সেটাও তিনি জানেন। তাঁর কথাতেই আন্দাজ করা হচ্ছে, সরকার হয়তো আগামী দিনে বেসরকারিকরণের পথে হাঁটতে পারে।

[আরও পড়ুন: বিহারে ট্রেন দুর্ঘটনা, মৃত কমপক্ষে ৪, আহত বহু]

এই মুহূর্তে ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক রয়েছে ভারতে। সেগুলো হল ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানারা ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব এবং সিন্ধ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর মধ্যে কোন চারটি ব্যাঙ্ক রাখা হয়, আর কোনওগুলির বেসরকারিকরণ হয়, সেটাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement