সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউরোর ব্যর্থতাকে পিছনে সরিয়ে রিয়াল মাদ্রিদ ফুটবলার হিসাবে আত্মপ্রকাশ ঘটেছে কিলিয়ান এমবাপের। এবার খবর, তিনি নিজেই ফুটবল ক্লাব কিনতে চলেছেন।
এক ফরাসি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ফ্রান্সের ক্লাব ফুটবলে দ্বিতীয় সারির দল কায়েনকে কিনতে দুকোটি ইউরো খরচ করবেন এমবাপে। তার ফলে ক্লাবটির ৮০ শতাংশের বেশি শেয়ারের মালিক হতে পারবেন এই ফরাসি তারকা। ক্লাবটির অধিকাংশ শেয়ার এখন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ওয়াকট্রির হাতে।
[আরও পড়ুন: চুরমার ১২৪ বছরের রেকর্ড, প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিকে অনন্য নজির মনু ভাকেরের]
প্যারিস সাঁ জাঁ ছেড়ে রিয়াল মাদ্রিদে সই করেছেন এমবাপে। স্পেনের ক্লাবে খেলা এমবাপের ছোটবেলার স্বপ্ন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বড় ভক্ত তিনি। রোনাল্ডো যখন রিয়ালের জার্সিতে ইউরোপ কাঁপাচ্ছেন, তখন থেকেই রিয়ালে খেলার স্বপ্ন দেখতেন তিনি। সেই স্বপ্ন অবশেষে সত্যি হয়েছে।
২০১৩ সালে এমবাপে যোগ দেন মোনাকোর অ্যাকাডেমিতে। তবে তাঁর যোগ দেওয়ার কথা ছিল এই কায়েনে। এমবাপের পরিবারও এমনটাই চেয়েছিল। লিগ ওয়ান থেকে কায়েন নেমে যাওয়ার ফলে এমবাপে যান মোনাকোয়।
গত মরশুমে লিগ-২-তে কায়েন ষষ্ঠ স্থানে ছিল। ২০১৩ সালে এই ক্লাবে যোগ দিয়েছিলেন এনগালো কন্তে। ১৯১৩ সালে প্রতিষ্ঠিত কায়েন। অদূর ভবিষ্যতে এই ক্লাবের হয়ে কি খেলতে দেখা যাবে এমবাপেকে? সময় এর উত্তর দেবে।