অর্ণব আইচ: অ্যাক্সিস ব্যাংকের কর্মীর পরিচয় দিয়ে আবারও বড়সড় প্রতারণা হল শহর কলকাতায়৷ প্রতারণার ফাঁদে পড়লেন তপসিয়ার বাসিন্দা বছর পঁয়ত্রিশের শাবানা বেগম৷ ঘটনা বোঝার পরেই তপসিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি৷ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷
[কলকাতায় এসে নিশ্চিন্তে ‘সন্ধ্যা’ দেখল কাশ্মীরের তরুণ ফুটবলাররা]
জানা গিয়েছে, শুক্রবার হঠাৎই অভিযোগকারিনী মহিলার ফোনে অ্যাক্সিস ব্যাংকের নাম করে একটি ফোন আসে৷ ফোনের ওপাড় থেকে একটি পুরুষ কন্ঠে বলা হয়, তিনি উক্ত ব্যাংকের উপভোক্তা সহায়ক কেন্দ্র বা কাস্টমার কেয়ার থেকে ফোন করেছেন৷ শাবানা বেগমের ডেবিট কার্ডে কিছু গন্ডগোল ধরা পড়েছে৷ তাই চাওয়া হয়, কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য৷ এমনকি পিন কোড নম্বরও৷
[মানুষের জন্য জোট, নবান্নে বৈঠক শেষে একসুরে বার্তা মমতা-ওমরের]
মহিলার অভিযোগ, এর কিছুক্ষণের মধ্যেই তাঁর ফোনে মেসেজ আসে যে, অ্যাক্সিস ব্যাংকের ওই অ্যাকাউন্ট থেকে চল্লিশ হাজারের কিছু বেশি টাকা তোলা হয়েছে৷ সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারেন বড়সড় প্রতারণার ফাঁদে পড়েছেন তিনি৷ অভিযোগ জানাতে দ্বারস্থ হন পুলিশের৷ ইতিমধ্যে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ বারবার শহর কলকাতায় এই ভাবে প্রতারণার ঘটনা ঘটায় চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের উচ্চ মহলেও। প্রশ্ন উঠছে এই প্রতারণা বন্ধ কারর জন্য এত বিজ্ঞাপন দিলেও কেন বারবার একই ফাঁদে পড়ছেন শহরবাসী।
The post প্রতারণার ফাঁদে মহিলা, চোখের পলকে অ্যাকাউন্ট থেকে গায়েব ৪০ হাজার টাকা appeared first on Sangbad Pratidin.