shono
Advertisement

বিনামূল্যে মেট্রো সফরে ভিড় বাড়ছে মহিলাদের, হিমশিম দিল্লির মেট্রো কর্তৃপক্ষ

আজ থেকেই দিল্লিতে চালু হল মহিলাদের জন্য বিনামূল্যে মেট্রো ও বাস পরিষেবা৷ The post বিনামূল্যে মেট্রো সফরে ভিড় বাড়ছে মহিলাদের, হিমশিম দিল্লির মেট্রো কর্তৃপক্ষ appeared first on Sangbad Pratidin.
Posted: 10:27 AM Jun 04, 2019Updated: 02:38 PM Jun 04, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাল পদক্ষেপ নিয়েও প্রবল চাপের মুখে কেজরিওয়াল সরকার৷ দিল্লিতে মহিলাদের জন্য মেট্রো এবং বাস পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়ার ঘোষণায় বিরোধিতা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই৷ পুরুষ সমাজের অধিকাংশই একে পক্ষপাতমূলক পদক্ষেপ বলে চিহ্নিত করছে৷ আর দিল্লি মেট্রো রেল কর্পোরেশন এবং দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনের দাবি, সম্পূর্ণ বিনামূল্যে মহিলাদের জন্য পরিষেবা দিতে হলে, পরিকাঠামোর আরও উন্নতি দরকার৷

Advertisement

[আরও পড়ুন: বাড়ির সামনে প্রস্রাব করায় বৃদ্ধকে চড়, পিটিয়ে খুন যুবককে]

এবার থেকে মেট্রো এবং বাসে মহিলারা যাতায়াত করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে৷ এর জন্য বাড়তি যা ব্যয় হয়, তা বহন করবে দিল্লি সরকার৷ বছরে এই অঙ্ক প্রায় ১৬০০ কোটি টাকা৷ সোমবারই এই সুখবর ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ এই সিদ্ধান্তের পক্ষে তাঁর যুক্তি ছিল, নারীদের সমানাধিকার এবং নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করা হল এর মাধ্যমে৷ ঘোষণায় তিনি বলেছিলেন, ‘সরকার মহিলাদের জন্য ডিটিসি বাস এবং দিল্লি মেট্রোয় নিখরচায় পরিষেবা দিতে উদ্যোগী৷ যাতে আরও বেশি মহিলা গণপরিবহণের সুবিধা পান, তাই এই সিদ্ধান্ত৷ এতে মহিলারা আরও নিরাপত্তার সঙ্গে রাস্তায় চলতে পারবেন৷’ এই সিদ্ধান্তের পর মেট্রো, বাসে মহিলাদের ভিড় অনেকটাই বেড়ে যাবে, এই সম্ভাবনার কথা মাথায় রেখে পরিষেবার ক্ষেত্রে কতটা সমস্যা হতে পারে, তা নিয়ে আগেই মেট্রো রেল কর্তৃপক্ষের আলোচনা করেছেন দিল্লির পরিবহণ মন্ত্রী৷ অধির্তারাও মেনে নিয়েছিলেন, বিষয়টি বড় চ্যালেঞ্জের৷  

মঙ্গলবার থেকে কেজরিওয়ালের ঘোষণামতো কাজ শুরু হতেই দেখা দিল চরম বিশৃঙ্খলা৷ মেট্রো রেলে ভিড় বেড়েছে৷ যা সামলাতে হিমশিম দশা আধিকারিক, কর্মীদের৷ এই মুহূর্তে দিল্লি মেট্রোর ছটি শাখা – ইয়েলো, পিংক, ব্লু, গ্রিন, ভায়োলেট এবং ম্যাজেন্টা লাইনের মেট্রো রেলের প্রথম কামরাটি মহিলাদের জন্য সংরক্ষিত৷ কিন্তু নতুন ঘোষণার ফলে এই একটি করে কামরায় স্থান সংকুলান হবে না বলে আশঙ্কাই ছিল কর্তৃপক্ষের৷ মঙ্গলবার সেটাই একেবারে চোখের সামনে দেখে তাঁরা বলছেন, উপযুক্ত পরিকাঠামো ছাড়া এই নিয়ম চালু করে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হয়নি মোটেও৷ বাস পরিষেবাতেই একইরকমের বিশৃঙ্খলা৷

[আরও পড়ুন: বুয়া-ভাতিজার মহাজোটে ইতি, একলা চলার ডাক মায়াবতীর]

আগামী বছর দিল্লিতে ভোট৷ তার আগে মহিলাদের জন্য এই সুবিধা চালু করার নেপথ্যে যতই মহিলাদের সমানাধিকার এবং সুরক্ষার কথা বলুন কেজরিওয়াল, রাজনৈতিক মহলের একাংশের মত, ভোটের কথা মাথায় রেখেই তাঁর এই সিদ্ধান্ত৷ এখন সিদ্ধান্ত বাস্তবায়নে হাজার প্রতিকূলতা কাটিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী পাশ করতে পারেন কি না, সেটাই দেখার৷  

The post বিনামূল্যে মেট্রো সফরে ভিড় বাড়ছে মহিলাদের, হিমশিম দিল্লির মেট্রো কর্তৃপক্ষ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement