সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জয়ললিতার মৃত্যুর পর শশীকলা ও পন্নিরসেলভম শিবিরের মধ্যে চলা লড়াইয়ের শেষে তামিলনাডুর মুখ্যমন্ত্রী হিসেবে বিধানসভায় আস্থাভোটে জয়ী হয়েছেন ই পালানিস্বামী। তবে ফের এআইএডিএমকে শিবিরে শোনা গেল বিদ্রোহের সুর। এবার তামিলনাডুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার পয়েজ গার্ডেনের বাসভবনের ওপর মালিকানা দাবি করলেন তাঁর ভাইপো দীপক জয়কুমার। সুপ্রিম কোর্টের রায়ে জেলে যাওয়ার আগে এই বাড়িতে থাকতেন শশীকলা।
ফেসবুকের মতো এবার হোয়াটসঅ্যাপেও করুন স্টেটাস আপডেট
শুধু বাসভবনের দাবিই নয়, দলের উত্তরাধিকার নিয়ে শশীকলার দাবিকেও নস্যাৎ করেছেন দীপক কুমার। বর্তমান এআইএডিএমকে-র উপ সাধারণ সম্পাদক পদে আছেন শশীকলার ভাইপো দিনাকরণ। এ নিয়েও প্রশ্ন তুলেছেন দীপক। প্রাক্তন মুখ্যমন্ত্রী পন্নিরসেলভমের নেতৃত্বের প্রতিও আস্থা ব্যক্ত করেছেন। এক সাক্ষাৎকারে দীপক জানিয়েছেন যে, জয়ললিতার উপর সুপ্রিম কোর্টের ধার্য করা ১০০ কোটি টাকার জরিমানা দিতে চান তিনি। তবে তা দেওয়ার মত আর্থিক সঙ্গতি তাঁর নেই। তাই তাঁকে সম্পত্তি বিক্রি করতে হবে। তবে কখন এবং কোন সম্পত্তি তিনি বিক্রি করবেন তা স্পষ্ট করেননি দীপক। এরই প্রেক্ষিতে, দীপক দাবি করেছেন যে পয়েজ গার্ডেনের মালিক তিনি ও তাঁর বোন্ দীপা।
পাঁচতারা হোটেলের থেকে কোনও অংশে কম নয় এই জেলগুলি
উল্লেখ্য, দীপাও আগেই শশীকলার বিরুদ্ধে তোপ দেগে পনীর শিবিরে যোগ দিয়েছেন। গত ডিসেম্বরে জয়ললিতার শেষকৃত্য সম্পন্ন করেছিলেন দীপক। তিনি শশীকলা শিবিরেই ছিলেন।
মহা শিবরাত্রি সম্পর্কে এই তথ্যগুলি জানেন?
যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেন থেকে ভারতীয় দম্পতিকে উদ্ধার করলেন সুষমা
The post চিন্নাম্মা শিবিরে বিদ্রোহ, পয়েজ গার্ডেনের দাবি করলেন জয়ার ভাইপো appeared first on Sangbad Pratidin.