shono
Advertisement
Sandeshkhali

সন্দেশখালিতে ফের পথে 'রণংদেহী' মহিলারা, ব়্যাফের সঙ্গে হাতাহাতি

ঝাঁটা, লাঠি, বাঁশ হাতে ফের রাস্তায় 'রণংদেহী' মহিলারা।
Published By: Sayani SenPosted: 03:29 PM Jun 02, 2024Updated: 04:32 PM Jun 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নতুন করে উত্তপ্ত সন্দেশখালি। আগারহাটি মণ্ডলপাড়ায় ঝাঁটা, লাঠি, বাঁশ হাতে ফের রাস্তায় 'রণংদেহী' মহিলারা। পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয় বিক্ষোভকারীরা। ব়্যাফের সঙ্গে হাতাহাতি মহিলাদের।

Advertisement

ভোটের আগের রাত থেকেই উত্তপ্ত হয়েছে সন্দেশখালি। ভোটের পরেও সে অশান্তি মেটেনি। সন্দেশখালি ন্যাজাট থানার বয়ারমারী দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের চুঁচুড়া-সহ একাধিক এলাকা থেকে গন্ডগোলের খবর সামনে এসেছে। পরিস্থিতি সামাল দিতে এলে পুলিশের এসআই সাগির জামান বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। আপাতত ক্যানিং হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এর পরই পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ন্যাজাট থানার অন্তর্গত ৪ গ্রাম পঞ্চায়েতের সড়বেড়িয়া, আগারহাটি, বয়রামারির মতো ১৭টি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। রবিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত কার্যকর থাকবে এই নির্দেশিকা।

[আরও পড়ুন: ‘পঞ্চায়েত’ তারকাদের উপার্জন ফাঁস! ‘সচিবজি’, ‘প্রধানজি’দের আয় জানলে চমকে যাবেন]

এর পর বেলার দিকে ফের গ্রামে যায় বিশাল পুলিশবাহিনী। একজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। তার নিঃশর্ত মুক্তির দাবি জানান স্থানীয়রা। দাবিপূরণ না হওয়ায় লাঠি, ঝাঁটা, বাঁশ হাতে রাস্তায় বেরন মহিলারা। পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া হয় আটককে। পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। ঘটনাস্থলে পৌঁছয় ব়্যাফ ও কেন্দ্রীয় বাহিনী। ব়্যাফের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন মহিলারা। হাতাহাতিও হয়। যদিও পরে পরিস্থিতি সামাল দেয় কেন্দ্রীয় বাহিনী। তবে সন্দেশখালিতে এখনও রয়েছে চাপা উত্তেজনা।

[আরও পড়ুন: নিজের ‘এক্সিট পোল’ প্রকাশ দেবাংশুর, বিজেপিকে কটি আসন দিলেন ঘাসফুলের তরুণ প্রার্থী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের নতুন করে উত্তপ্ত সন্দেশখালি।
  • আগারহাটি মণ্ডলপাড়ায় ঝাঁটা, লাঠি, বাঁশ হাতে ফের রাস্তায় 'রণংদেহী' মহিলারা।
  • পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয় বিক্ষোভকারীরা। ব়্যাফের সঙ্গে হাতাহাতি মহিলাদের।
Advertisement