shono
Advertisement

‘প্যাটেল, শ্যামাপ্রসাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছি’, জাতির উদ্দেশে বললেন মোদি

কমবে সন্ত্রাসবাজ, কর্মসংস্থান তৈরি হবে, আশ্বাস প্রধানমন্ত্রী মোদির৷ The post ‘প্যাটেল, শ্যামাপ্রসাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছি’, জাতির উদ্দেশে বললেন মোদি appeared first on Sangbad Pratidin.
Posted: 08:23 PM Aug 08, 2019Updated: 08:37 PM Aug 08, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘৩৭০ ধারা, ৩৫ এ ধারা জম্মু-কাশ্মীরকে বন্দি করে রেখেছিল আতঙ্ক, সন্ত্রাসের অন্ধকূপে৷ তা বিলুপ্ত করে জম্মু-কাশ্মীর ও লাদাখকে দীর্ঘ বঞ্চনা থেকে মুক্ত করেছি৷সর্দার প্যাটেল, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অটলজি এবং দেশবাসীর স্বপ্ন পূরণ করেছি৷ নতুন যুগের সূচনা হয়েছে৷ এখন দেশের সব নাগরিকের অধিকার, দায়িত্ব সমান৷’ ৩৭০ ধারা বিলুপ্তির পর প্রথম জাতির উদ্দেশে ভাষণে অখণ্ডতার বার্তা দিতে গিয়ে এমনই আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ 

Advertisement

[আরও পড়ুন: ‘ভারতরত্ন’ প্রণব, রাষ্ট্রপতির হাত থেকে পেলেন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান]

পূর্বঘোষণা অনুযায়ী, ঠিক রাত আটটায় বেতারে ভাষণ শুরু করেন  মোদি৷ জল্পনা ছিল, কী নিয়ে বলবেন দেশের প্রধানমন্ত্রী৷ আন্দাজ সত্যি করে জম্মু-কাশ্মীর নিয়ে কেন্দ্রের ঐতিহাসিক পদক্ষেপ নিয়েই বক্তব্য রাখলেন তিনি৷ সেখানকার দীর্ঘদিনের পরিবেশ পালটে দেওয়ার জন্য সমগ্র দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী৷ বললেন, ‘কিছু বিষয় মনে স্থায়ী ছাপ রেখে যায়৷ ৩৭০ ধারার জন্য জম্মু-কাশ্মীরের বাচ্চারা কত অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল৷ তা নিয়ে কেউ কোনও আলোচনাই করেনি৷ মনে হত, এটা পালটানো দরকার৷ সকলের সহযোগিতায় তা করতে পেরেছি৷ জম্মু-কাশ্মীর, লাদাখ আমাদের ভাইবোন৷ এবার থেকে তাঁরা সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন৷’ 

দেশবাসীকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কোনও আইনশৃঙ্খলা না থাকায় কাশ্মীরিদের ইচ্ছেমতো সন্ত্রাসের কাজে ব্যবহার করত পাকিস্তান৷ এবার থেকে তা আটকানো যাবে৷ খুব ভাবনাচিন্তা করে জম্মু-কাশ্মীরকে সরাসরি কেন্দ্রশাসিত অঞ্চল করার  সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷’ নতুন গঠিত কেন্দ্রশাসিত অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ, শিক্ষার সুযোগ বাড়বে বলে প্রতিশ্রুতি দেন মোদি৷ পাশাপাশি কাশ্মীর উপত্যকায় পর্যটনের উন্নতিতে আরও জোর দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ বিশেষত লাদাখে বাণিজ্যিকভাবে ধর্মীয় পর্যটনস্থল গড়ে তোলা হবে৷

[আরও পড়ুন: বানভাসি মহারাষ্ট্রে ভয়াবহ নৌকাডুবি, মৃত ১৪]

এদিনের ভাষণে প্রধানমন্ত্রী এও ভালভাবে বুঝিয়ে দিলেন,  কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে জম্মু-কাশ্মীর এবং লাদাখের প্রশাসনিক বিন্যাস কেমন হবে৷ জম্মু-কাশ্মীরে আলাদা বিধানসভা এবং দমন-দিউর মতো লাদাখে সরাসরি দিল্লির নিয়ন্ত্রণ থাকবে, তা স্পষ্ট করে দিলেন মোদি৷ জাতির উদ্দেশে এদিনের ভাষণে বিরোধীদেরও ছাড়লেন না প্রধানমন্ত্রী৷ বললেন, ‘আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, দেশের স্বার্থে সবটা বিবেচনা করুন৷ নিছক বিরোধিতার জন্য জম্মু-কাশ্মীর নিয়ে রাজনীতি করবেন না৷’ এরপর তিনি সকলকে ইদের শুভেচ্ছা জানিয়ে স্পষ্ট বলেন, ‘কাশ্মীর উপত্যকায় ইদ পালনে আর কোনও বাধা থাকবে না, আতঙ্ক থাকবে না৷ নিশ্চিন্তে নিজেদের ঘরে ইদ পালন করুন৷ সরকার নিরাপত্তার সমস্ত ব্যবস্থা করবে৷’

The post ‘প্যাটেল, শ্যামাপ্রসাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছি’, জাতির উদ্দেশে বললেন মোদি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement