shono
Advertisement

সার্জিক্যাল স্ট্রাইকে অংশগ্রহণকারী জওয়ানদের সর্বোচ্চ শৌর্য পুরস্কার

দেশের ভিতরেও যাঁরা দেশের হয়ে যুদ্ধ করেছেন, সেই সিবিআই অফিসাররাও পুরস্কৃত হলেন৷ The post সার্জিক্যাল স্ট্রাইকে অংশগ্রহণকারী জওয়ানদের সর্বোচ্চ শৌর্য পুরস্কার appeared first on Sangbad Pratidin.
Posted: 09:06 AM Jan 26, 2017Updated: 03:40 AM Jan 26, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৯ সেপ্টেম্বরের রাতে ভারতীয় সেনাবাহিনীর যে জওয়ানরা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গিদের লঞ্চপ্যাড গুঁড়িয়ে দিয়ে এসেছিলেন, তাঁদের দেশের সর্বোচ্চ শৌর্য পুরস্কারে ভূষিত করা হল৷ এলিট প্যারা কমান্ডো ফোর্স ও প্যারা স্পেশ্যাল ফোর্স রেজিমেন্টের জওয়ানদের দেওয়া হল এই পুরস্কার৷ পাশাপাশি, ‘কীর্তি চক্র’ পুরস্কার পেয়েছেন প্যারা কমান্ডো বাহিনীর মেজরও৷

Advertisement

ভারত বরাবরই দাবি করে এসেছে, সার্জিক্যাল স্ট্রাইকে সশস্ত্র বাহিনীর কোনও জওয়ানের কোনও ক্ষতি হয়নি৷ কারা এই টপ সিক্রেট মিশনে অংশ নিয়েছিলেন, যত্ন-সহকারে সেটাও গোপন রাখা হয়েছে৷ স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, যাঁরা সার্জিক্যাল স্ট্রাইকে অংশ নিয়েছিলেন তাঁদের মধ্যে তিন অফিসার ও দুই জওয়ানকে ‘শৌর্য চক্র’ পুরস্কার দেওয়া হয়েছে৷

(তেরঙায় সেজে উঠল বিশ্বের উচ্চতম ইমারত বুর্জ খলিফা)

দু’জন কর্নেল, যাঁরা এই অপারেশনের পরিকল্পনা করেছিলেন, তাঁদের ‘যুদ্ধ সেবা মেডেল’ দেওয়া হয়েছে৷ আরও ১৪ জনকে নজিরবিহীন সাহস ও দেশপ্রেমের জন্য ‘সেনা মেডেল’ দেওয়া হয়েছে৷ সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্ত পুরোপুরি গোপন রাখা হয়েছিল৷ পাক অধিকৃত কাশ্মীরের অন্তত ২ কিলোমিটার পর্যন্ত ভারতীয় জওয়ানরা পায়ে হেঁটে ঢুকেছিলেন৷ জঙ্গি ও জঙ্গিদের মদতকারী পাক রেঞ্জার্সদের নিকেশ করে ফের দেশে ফিরে এসেছিলেন তাঁরা৷ ভারতীয় সেনাবাহিনীর কর্তারা নজিরবিহীনভাবে এই অপারেশনের সাফল্য প্রকাশ্যে তুলে ধরে দাবি করেন, সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ স্বরূপ তাঁদের কাছে ছবি ও ভিডিও রয়েছে৷

শুধু সেনা জওয়ানরাই নন, দেশের মধ্যে থেকেই যে সিবিআই অফিসাররা ব্যাপম, সত্যম ও নোট বাতিলের পরবর্তী পরিস্থিতির মোকাবিলা করেছেন, তাঁদেরও সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পুরস্কৃত করা হল৷ ২৮ জন সিবিআই অফিসারকে বিভিন্ন সম্মানীয় সার্ভিস মেডেল প্রদান করা হয়েছে৷ সত্যম কর্তা রামলিঙ্গম রাজুর বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির তদন্তের জন্য সিবিআই হায়দরাবাদের জয়েন্ট ডিরেক্টর এ ওয়াই ভি কৃষ্ণ, মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারির তদন্তের জন্য ডিআইজি তরুণ গৌবাকে পুরস্কৃত করা হয়েছে৷

(পেন্টাগন হামলার ধাঁচে জঙ্গি বিমান আছড়ে পড়তে পারে লালকেল্লায়)

The post সার্জিক্যাল স্ট্রাইকে অংশগ্রহণকারী জওয়ানদের সর্বোচ্চ শৌর্য পুরস্কার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement