সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগে গণেশ আচারিয়ার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ দায়ের করেছিলেন তাঁরই এক মহিলা সহকর্মী দিব্যা। এবার পালটা অভিযোগ দায়ের করলেন গণেশ আচারিয়া। মুম্বইয়ের ওশিওয়াড়া থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। এর আগে অবশ্য গণেশ আচারিয়া বলেছিলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলেছেন ওই মহিলা কোরিওগ্রাফার। তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। ওই মহিলার সঙ্গে কখনও তিনি ব্যক্তিগতভাবে একা ঘরে দেখাও করেননি। এরপরই গণেশ দিব্যার বিরুদ্ধে মানহানি মামলা করার হুমকি দেন। তিনি বলেন, “ওঁর বিরুদ্ধে মানাহানির মামলা করব।”
দিন কয়েক আগে কোরিওগ্রাফার গণেশ আচারিয়ার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন দিব্যা। অভিযোগে তিনি জানিয়েছিলেন, ‘ভারতীয় ফিল্ম এবং টেলিভিশন কোরিওগ্রাফার অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক পদে আসীন হওয়ার পর থেকেই গণেশ তাঁকে হেনস্তা করা শুরু করেন। তখন থেকেই প্রায়ই অফিসে ডেকে জোর করে অশালীন ভিডিও দেখাতেন সিনিয়র কোরিওগ্রাফার গণেশ। আপত্তি জানালে একাধিকবার গণেশের সঙ্গে তাঁর বচসাও হয়। দিন কয়েক আগেই অ্যাসোসিয়েশনে ১ লক্ষ টাকার সদস্যপদ চার্জ দিয়েছেন। কিন্তু তারপরও দিব্যার সদস্য পদ বাতিল করে দেন গণেশ। অন্যদিকে, গণেশের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হওয়ায় অন্য কেউ কাজ দিতে চাননি বলেও মন্তব্য করেন তিনি।
[ আরও পড়ুন: সাত পাকে বাঁধা পড়লেন দেবপর্ণা, শুভেচ্ছার বন্যা সোশ্যাল মিডিয়ায় ]
২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবসের এক অনুষ্ঠানে গণেশের সঙ্গে তাঁর দেখা হলে তিনি সদস্যপদ বাতিল করার কারণ জানতে চান। আর তাতেই নাকি প্রচণ্ড রেগে যান গণেশ। তৎক্ষণাৎ সেখানে উপস্থিত জয়শ্রী কেলকার এবং প্রীতি ল্যাড নামে দুই মহিলা কোরিওগ্রাফারকে ডেকে তাঁকে অনুষ্ঠান থেকে বার করে দেওয়ারও নির্দেশ দেন গণেশ। তাঁরাও গণেশের নির্দেশ অনুযায়ী মারতে মারতে সেখান থেকে বের করে দেন দিব্যাকে। এই ঘটনার পরই পুলিশের দ্বারস্থ হন তিনি। এমনকী, মহারাষ্ট্র মহিলা কমিশনের কাছেও গোটা ঘটনা জানান।
[ আরও পড়ুন: সম্পর্কের জটিলতা ও মানবিক অনুভূতির ছবি ‘অব্যক্ত’ ]
The post হেনস্তার অভিযোগের পালটা, মহিলা কোরিওগ্রাফারের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ গণেশ আচারিয়া appeared first on Sangbad Pratidin.