সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কপালে লাল টিপ, চোখে মোটা করে টানা কাজল, তীক্ষ্ণ চাহনি। এভাবেই পরিচালক সঞ্জয় লীলা বনশালির ক্যামেরার সামনে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ (Gangubai Kathiawadi) হয়ে ধরা দিয়েছেন আলিয়া ভাট। ছবির টিজার গত বছরই প্রকাশ্যে এসেছিল। শুক্রবার প্রকাশিত হল ট্রেলার।
হুসেন জাইদির লেখা বই ‘মাফিয়া কুইনস অফ মুম্বই’ থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালক সঞ্জয় লীলা বনশালি (Sanjay Leela Bhansali) তৈরি করেছেন ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। যৌনকর্মী হিসেবে কামাঠিপুরার যৌনপল্লিতে জীবন শুরু করেছিলেন গাঙ্গুবাঈ। পরে সেখানকার একচ্ছত্র সম্রাজ্ঞী হয়ে ওঠেন।
গাঙ্গুবাঈয়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজের ওজন বাড়িয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt)। শিখেছেন ভাষা। শরীরী ভাষায় দখল পেতে হয়েছে অভিনেত্রী। সেই পরিশ্রম ক্যামেরার সামনে দেখা গিয়েছে। তবে গাঙ্গুবাঈয়ের মতো একজন প্রভাবশালী ব্যক্তিত্বের তুলনায় আলিয়ার বয়স অনেকটাই কম।
[আরও পড়ুন: দেশের দৈনিক করোনা আক্রান্ত নামল দেড় লক্ষের নিচে, তৃতীয় ঢেউ অতীত, বলছে কেন্দ্র]
ছবিতে করিম লালার চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন (Ajay Devgn)। এছাড়াও বিভিন্ন চরিত্রে রয়েছেন জিম সর্ভ, সীমা পাহওয়া, হুমা কুরেশি, শান্তনু মাহেশ্বরী। তবে ট্রেলারে রাজিয়াবাঈয়ের চরিত্রে নজর কেড়েছেন বিজয় রাজ। তিনি যে জাত অভিনেতা, তা সামান্য ঝলকেই বোঝা গিয়েছে।
সঞ্জয় লীলা বনশালি মানেই লার্জার দ্যান লাইফ চরিত্র এবং ক্যামেরার লং শট। ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না বলেই ট্রেলার দেখে মনে হচ্ছে। তবে নিজের ধাঁচ কিছুটা পালটানোরও চেষ্টা করেছেন পরিচালক। ২০১৯ সালের ২৭ ডিসেম্বর ছবির শুটিং শুরু করেছিলেন পরিচালক। পরে ২০২০ সালের মার্চ মাসে কোভিডের (COVID-19) প্রকোপে শুটিং বন্ধ হয়ে যায়। ততদিনে ছবির সত্তর শতাংশ শুটিং শেষ হয়ে গিয়েছিল। ২০২০ সালের অক্টোবর মাসে ফের শুটিং শুরু হয়। শেষমেশ ২০২১ সালের জুন মাসে শুটিং শেষ। চলতি মাসের ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’।