shono
Advertisement
Dhonodhannya Auditorium

মুখ্যমন্ত্রী পৌঁছনোর আগেই দুর্ঘটনা, ধনধান্য স্টেডিয়ামে ভেঙে পড়ল তোরণ, জখম ২

দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Published By: Paramita PaulPosted: 05:00 PM Jul 24, 2024Updated: 05:23 PM Jul 24, 2024

নিরুফা খাতুন: উত্তম কুমার স্মরণের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছনোর আগেই দুর্ঘটনা। ভেঙে পড়ল ধনধান্য অডিটোরিয়ামের তোরণ। জখম ২। দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

মঙ্গলবার মহানায়ক উত্তম কুমারের মৃত্যুদিবস। তাঁর স্মরণে ধনধান্য স্টেডিয়ামে সভার আয়োজন করা হয়েছিল। সেখান মুখ্যমন্ত্রীও যোগ দেন। তিনি আসার আগেই তোরণ ভেঙে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ধনধান্য অডিটোরিয়াম ১ নম্বর গেটের কাছে থাকা সাত নম্বর তোরণটি ভেঙে পড়ে। ভেহে পড়ে দুজন। তাঁদের মধ্যে একজন সরকারি কর্মী। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। জখম দুজন হলেন অসিতবরণ সর্দার ও বিশ্বনাথ সরকার। দুজনকেই ট্রমা কেয়ার বিভাগে ভর্তি। চিকিৎসা চলছে। 

[আরও পড়ুন: মধ্যবিত্তের হেঁশেলে স্বস্তি, ধর্মঘট প্রত্যাহার আলু ব্যবসায়ীদের]

দুর্ঘটনার পরই অডিটোরিয়ামের সব তোরণ খুলে ফেলা হয়। তবে কী কারণে এই দুর্ঘটনা, তা এখনও জানা যায়নি। ইতিপূর্বে কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে ভেঙে পড়েছিল তোরণ। ঘটনায় জখম হয়েছিলেন কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি। ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

[আরও পড়ুন: ‘জো হামারা সাথ, হম উনকে সাথ’, শুভেন্দুকে হাতিয়ার করেই সংসদে ঝাঁঝাল ভাষণ অভিষেকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উত্তম কুমার স্মরণের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছনোর আগেই দুর্ঘটনা।
  • ভেঙে পড়ল ধনধান্য অডিটোরিয়ামের তোরণ। জখম ২।
  • দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Advertisement