সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর প্রত্যাবর্তনে ফের চেনা ছন্দে ফিরেছে নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ভক্তরা আবার আইপিএল (IPL) জেতার স্বপ্নে মশগুল। সমর্থকদের মনে ভিড় করে আসছে দশ বছর আগে চ্যাম্পিয়ন হওয়ার স্মৃতি। কিন্তু একজন বিশেষ ক্রিকেটারকে নিয়ে আজও আফশোস রয়েছে গৌতম গম্ভীরের।
অধিনায়ক হিসেবে গম্ভীর ২০১২ ও ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন কলকাতাকে। এখন তিনি ফিরে এসেছেন নাইটদের মেন্টর হয়ে। দ্বিতীয়বারের চ্যাম্পিয়ন দলে তাঁর অধিনায়কত্বে খেলেছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। কিন্তু গম্ভীরের নেতৃত্ব ছাড়ার বছরেই 'স্কাই'কে ছেড়ে দেয় নাইট ম্যানেজমেন্ট। ২০১৭ পর্যন্ত ৫৪ ম্যাচে তিনি নাইট জার্সিতে ৬০৮ রান করেছিলেন। যদিও সেই সময়ে সূর্য লোয়ার অর্ডারে ব্যাট করতেন।
[আরও পড়ুন: ‘ওঁর নামে মন্দির হবে’, চেন্নাইয়ের ‘ভগবান’ ধোনিকে নিয়ে ভবিষ্যদ্বাণী প্রাক্তন সতীর্থের]
সেটা নিয়েই আফশোস গম্ভীরের। কারণ, তিনি সূর্যের সেরাটুকু বের করার সুযোগ পাননি। নাইট মেন্টর বলেন, "একজন নেতার দায়িত্ব থাকে প্রতিভা খুঁজে নিয়ে বিশ্বের দরবারে তুলে ধরা। আমার সাত বছরের নেতৃত্বে একটাই আপশোস আছে। আমি বা কেকেআর কখনওই ওর প্রকৃত ক্ষমতা বুঝতে পারেনি।" অথচ তিনিই তো সেই সময়ে অধিনায়ক ছিলেন নাইটদের। তাহলে কেন সূর্যকে আরও সুযোগ দিতে পারেননি?
[আরও পড়ুন: ইচ্ছাকৃত বাধা! জাদেজার পাশে দলের কোচ, বিতর্কিত আউট নিয়ে কী বলছে আইসিসির নিয়ম?]
সে বিষয়ে গম্ভীর বলেন, "এর জন্য দায়ী দলের কম্বিনেশন। একজন নেতা হিসেবে আমার দায়িত্ব বাকি দশজনের সেরাটুকু নিয়ে আসা। ঘটনাচক্রে ৩ নম্বরে একজনই খেলতে পারে। কিন্তু সূর্য ৭ নম্বরেও ভালো খেলতে পারত।" ২০১৮ সালে মাত্র ৩.২ কোটিতে তাঁকে কিনে নেয় মুম্বই। সেখানেই ক্রিকেট জীবনের সেরা সময় কাটাচ্ছেন 'মি. ৩৬০'।