shono
Advertisement

Breaking News

Gautam Gambhir

ফের ধাক্কা খেলেন গম্ভীর, প্রাক্তন দক্ষিণ আফ্রিকান তারকাকে চাওয়ার আবেদন নস্যাৎ বোর্ডের

কাকে চেয়েছিলেন গম্ভীর?
Published By: Krishanu MazumderPosted: 12:46 PM Jul 12, 2024Updated: 01:56 PM Jul 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোলিং কোচ হিসেবে বিনয় কুমারকে চেয়েছিলেন ভারতের নব্য কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড গম্ভীরের এহেন দাবি নস্যাৎ করে দেয়। সূত্রের খবর, ফিল্ডিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটার জন্টি রোডসের নাম উত্থাপ্পন করেছিলেন গম্ভীর। কিন্তু সেই দাবিও খণ্ডণ করে বোর্ড।
ভারতীয় ক্রিকেট নখদর্পণে জন্টি রোডসের। আইপিএলে কাজ করেছেন তিনি। গৌতম গম্ভীরের সঙ্গে লখনউ সুপার জায়ান্টসে অতীতে কাজও করেছেন জন্টি রোডস। কিন্তু এ যাত্রায় বোর্ড গম্ভীরের দাবি মানেনি। তাদেরও নিজস্ব যুক্তি রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: শ্রীলঙ্কা সফরে ‘গুরু’ গম্ভীরের প্রথম পরীক্ষা, কবে মাঠে নামছে টিম ইন্ডিয়া?]

সাপোর্ট স্টাফদের জন্য বোর্ড বিদেশি কাউকে নিয়োগ করবে না। সেই কারণে বিদেশি নামের পিছনে ছুটতে চায় না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সূত্রের খবর, টি দিলীপই থেকে যাচ্ছেন ভারতের ফিল্ডিং কোচ হিসেবে।
এদিকে শোনা যাচ্ছে, টিম ইন্ডিয়ার বোলিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকান প্রাক্তন পেসার মর্নি মর্কেলকে চাইছেন গম্ভীর। উল্লেখ্য, মর্কেল পাকিস্তানের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন অতীতে। গম্ভীরের সঙ্গেও লখনউ সুপার জায়ান্টসে কাজ করেছেন তিনি। গম্ভীর মনে করছেন, মর্কেলকে নিয়ে তাঁর অনুরোধ মেনে নেবে বোর্ড। যদিও বোর্ড এখনও এব্যাপারে কিছু জানায়নি।

ইস্টবেঙ্গলে সই করাই সার! আপাতত মোহনবাগানেই থাকতে পারেন আনোয়ার

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বোলিং কোচ হিসেবে বিনয় কুমারকে চেয়েছিলেন ভারতের নব্য কোচ গৌতম গম্ভীর।
  • ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড গম্ভীরের এহেন দাবি নস্যাৎ করে দেয়।
  • সূত্রের খবর, ফিল্ডিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটার জন্টি রোডসের নাম উত্থাপ্পন করেছিলেন গম্ভীর।
Advertisement