shono
Advertisement
Gautam Gambhir

ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে গৌতম গম্ভীর? তুঙ্গে জল্পনা

গম্ভীরের পক্ষে যাচ্ছে একাধিক ফ্যাক্টর, রয়ছে বাধাও।
Published By: Subhajit MandalPosted: 12:10 AM May 15, 2024Updated: 12:36 PM May 15, 2024

বিশেষ সংবাদদাতা: গৌতম গম্ভীর। প্রাক্তন ভারতীয় ওপেনার। আইপিএলে সফল অধিনায়ক। অধুনা কলকাতা নাইট রাইডার্সের মেন্টর। এবার তাঁর নামের পাশে বসে যেতে পারে নয়া তকমা। ভারতীয় দলের 'হেডস্যার'। সূত্রের দাবি, রোহিত-বিরাটদের কোচ হওয়ার দৌড়ে পুরোদস্তুর ঢুকে পড়েছেন ৪২ বছর বয়সী ভদ্রলোক।

Advertisement

গম্ভীরের (Gautam Gambhir) ক্রিকেটীয় বুদ্ধি প্রশ্নাতীত। কোচিংয়ের অভিজ্ঞতা না থাকলেও মেন্টর হিসাবে তিনি যথেষ্ট সফল। গত দুই মরশুম মেন্টর হিসাবে লখনউ সুপার জায়ান্টসকে আইপিএলের (IPL) প্লে অফে তুলেছেন। এ মরশুমেও কেকেআরের (KKR) লিগ টেবিলের শীর্ষে থাকার নেপথ্যে গম্ভীরের ছোঁয়াই যে মূল কারণ, সেটা নিয়ে কারও সন্দেহ নেই। তাছাড়া, ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে তাঁর সম্পর্ক দুর্দান্ত। শোনা যাচ্ছে, বোর্ডের অন্দরেও নাকি গম্ভীরের নাম নিয়ে আলোচনা চলছে।

[আরও পড়ুন: ১০ বছরেই দাবার রহস্য সমাধান করবে কম্পিউটার, ভবিষ্যদ্বাণী টেক-জিনিয়াস মাস্কের]

তবে গম্ভীরের কোচ হওয়ার ক্ষেত্রে একাধিক বাধাও রয়েছে। একে তো বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে তাঁর সম্পর্ক 'মধুর'। দিল্লির এক সন্তান আরেকজনকে 'গুরু' হিসাবে মানবেন কিনা সন্দেহ আছে। বিরাট এখনও টিম ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ সদস্য। তাই তিনি না চাইলে গম্ভীরের কোচ হওয়া হবে না। তাছাড়া গম্ভীর কেকেআরের সঙ্গে যুক্ত। নাইটদের প্রতি আলাদা টান রয়েছে তাঁর। শাহরুখ খানের সঙ্গেও দুর্দান্ত সম্পর্ক। সেক্ষেত্রে কেকেআর ছাড়াটাও 'GG'র পক্ষে কঠিন হবে। তবে বিরাট যদি রাজি থাকেন, তাহলে বিসিসিআইয়ের (BCCI) তরফেও গম্ভীরকে কোচ করার ব্যাপারে আগ্রহ দেখানো হতে পারে। সেক্ষেত্রে টিম ইন্ডিয়ার হেডকোচের আসনে বসতেই পারেন কেকেআরের মেন্টর।

[আরও পড়ুন: তোপের মুখে পড়া হার্দিকের পাশে নাইট মেন্টর গম্ভীর, একহাত নিলেন সমালোচকদের]

তবে গম্ভীর ছাড়াও আরও অনেকেই রয়েছেন কোচ হওয়ার দৌড়ে। শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়ার জাস্টিন ল্যাঙ্গার নাকি বেশ আগ্রহী টিম ইন্ডিয়ার (Team India) হটসিটে বসতে। তাছাড়া এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ তো আছেনই। মনে রাখতে হবে, রাহুল দ্রাবিড়কেও এই এনসিএ থেকে তুলেই কোচের পদে বসানো হয়েছিল। লক্ষ্মণের ক্ষেত্রেও সেটা হওয়ার সম্ভাবনা প্রবল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কোচিংয়ের অভিজ্ঞতা না থাকলেও মেন্টর হিসাবে গম্ভীর যথেষ্ট সফল।
  • গত দুই মরশুম মেন্টর হিসাবে লখনউ সুপার জায়ান্টসকে আইপিএলের প্লে অফে তুলেছেন।
  • এ মরশুমেও কেকেআরের লিগ টেবিলের শীর্ষে থাকার নেপথ্যে গম্ভীরের ছোঁয়াই যে মূল কারণ, সেটা নিয়ে কারও সন্দেহ নেই।
Advertisement