সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গৌতম গম্ভীর (Gautam Gambhir) আর বিরাট কোহলি (Virat Kohli) মুখোমুখি হওয়া মানে এতদিন মাঠে উত্তেজনার পারদ বাড়ত। যদিও চলতি আইপিএলে (IPL 2024) অন্য ছবি দেখেছে দেশের ক্রিকেট জনতা। মনে হচ্ছে, সমস্ত তিক্ততা মিটিয়ে ফেলেছেন দুজনে। অন্যদিকে বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা করছেন অনেকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে দুটি বিষয় নিয়েই নিজের বক্তব্য রাখলেন কেকেআর (Kolkata Knight Riders) মেন্টর।
চলতি আইপিএলে দুরন্ত ফর্মে আছেন বিরাট। যদিও অনেকে প্রশ্ন তুলছেন তাঁর স্ট্রাইক রেট নিয়ে। সেই বিষয়ে আরসিবি (Royal Challengers Bengaluru) তারকার পাশেই দাঁড়ান নাইটদের মেন্টর। তাঁর মতে, "প্রতিটি ক্রিকেটারের নিজস্ব পদ্ধতি থাকে। যেটা বিরাট পারবে, সেটা ম্যাক্সওয়েল পারবে না। দলে সব ধরনের ক্রিকেটার থাকা প্রয়োজন। নাহলে ৩০০ হতে পারে, আবার ৩০ রানেও অলআউট হয়ে যেতে পারেন। স্ট্রাইক রেট নির্ভর করে পিচ, ম্যাচের অবস্থার উপরে। যখন দল জেতে, তখন ১০০ স্ট্রাইক রেটও ভালো বলে মনে হয়। আর দল হারলে ১৮০ স্ট্রাইক রেট নিয়েও সমালোচনা হয়।"
[আরও পড়ুন: খোলনলচে বদলাচ্ছে পাক ক্রিকেট, বাবরদের দায়িত্বে ভারতের বিশ্বকাপ জয়ী কোচ কার্স্টেন]
এখানেই শেষ নয়। দুজনের সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন তিনি। চিন্নাস্বামীতে বেঙ্গালুরু আর কলকাতার ম্যাচে একে-অপরকে জড়িয়ে ধরেছিলেন দুই যুযুধান তারকা। ফিরতি ম্যাচে ইডেনেও বন্ধুত্বের ছবি দেখেছে ক্রিকেট দুনিয়া। যা নিয়ে বিরাটের যুক্তি ছিল, মশলা শেষ হয়ে যাওয়ায় লোকে হতাশ হয়েছে। এবার বিরাটের মন্তব্যকে পূর্ণ সমর্থন জানালেন গম্ভীর। তিনি বলেন, "দুজন পরিণতমনস্ক মানুষের জীবনে বাইরের কারওর না ঢোকাই উচিত। বিরাট ঠিক কথাই বলেছে, লোকেরা মশলা পায়নি।" এর সঙ্গে বিরাটের থেকে নাচও শিখতে চান প্রাক্তন ভারত ওপেনার। তিনি বলেন, "আমি বহু চেষ্টা করেও নাচের কোনও স্টেপ তুলতে পারিনি। বিরাটের থেকে আমি ওর নাচের প্রতিভা শিখতে চাই।"
এতদিন দুজনের সম্পর্ক নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে চর্চার শেষ ছিল না। কিন্তু এবার অন্য অবতারে দেখা গিয়েছে দুই কিংবদন্তিকে। ক্রিকেট মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও মাঠের বাইরে সমর্থন জানালেন গম্ভীর। ২০১১-র ফাইনালে তাঁরা লড়াই করে বিশ্বকাপ জয়ের মঞ্চ তৈরি করেছিলেন। সেভাবেই সমস্ত সমালোচনা বাউন্ডারির বাইরে পাঠাচ্ছেন দুজনে।