shono
Advertisement

Breaking News

Gautam Gambhir

'তুমি যদি ভালো হও...', রোহিতদের জন্য বড় বার্তা গম্ভীরের

শ্রীলঙ্কা সফরে গম্ভীরের প্রথম পরীক্ষা।
Published By: Krishanu MazumderPosted: 04:54 PM Jul 12, 2024Updated: 05:34 PM Jul 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় দলের হেড কোচ তিনি। স্বয়ং বোর্ড সচিব জয় শাহ সোশাল মিডিয়ায় এই খবর দিয়েছেন। হেড কোচ হওয়ার পরে গৌতম গম্ভীর ভারতীয় দলের জন্য বার্তা দিয়েছেন। তিনটি ফরম্যাটে খেলার উপরে গুরুত্ব দেন গম্ভীর। চোটআঘাত এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্টের উপরে জোর দিয়েছেন তিনি।
গম্ভীর বলেছেন, ''স্পোর্টসম্যানদের জীবনের সঙ্গে চোটআঘাত জড়িত। তিনটি ফরম্যাটে অংশ নিলে চোটআঘাত হতেই পারে। তবুও তিনটি ফরম্যাটেই খেলতে হবে। কে টেস্ট ফরম্যাটে খেলবে, কে অন্য ফরম্যাটে, তা আমি স্থির করিনি। সেই মন্ত্রেও আমি বিশ্বাসী নই।''

Advertisement

[আরও পড়ুন: একটা ট্যাকল, দুই ফুটবলারের হাতাহাতি, ডার্বির আগে ‘গৃহযুদ্ধ’ ইস্টবেঙ্গলে]

গম্ভীরের বক্তব্য, ''পেশাদার ক্রিকেটারদের খেলোয়াড়জীবন স্বল্প। দেশের হয়ে যতটা বেশি সম্ভব ম্যাচ খেলতে হবে। ভালো ফর্মে থাকলে তিনটি ফরম্যাটেই খেলতে হবে।''
শ্রীলঙ্কা সফরে ‘গুরু’ গম্ভীরের (Gautam Gambhir) প্রথম পরীক্ষা। আগামী ২৬ জুলাই থেকে বল গড়াবে শ্রীলঙ্কা (India vs Sri Lanka) সফরে। চলতি মাসের শেষেই শ্রীলঙ্কা অভিযানে নামছে টিম ইন্ডিয়া (India Cricket Team)। সেখানে তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন হার্দিক পাণ্ডিয়ারা। গম্ভীর বলছেন, ''একটাই বার্তা। সেটা হল, সততার সঙ্গে খেলতে হবে। নিজের পেশার প্রতি যতটা সম্ভব সৎ হতে হবে। তাহলেই ফলাফল আসবে। আমি যখন ব্যাট ধরেছিলাম তখন ফলাফলের কথা ভাবিনি। কখনও ভাবিনি ফলাফল পাব। আমি রান করতে চেয়েছিলাম। নিজের পেশার প্রতি যতটা সৎ থাকা যায়, সেই চেষ্টা আমি করে গিয়েছি।''

২৬ জুলাই প্রথমে টি-টোয়েন্টি দিয়ে শ্রীলঙ্কায় অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। পরের দুটি ম্যাচ ২৭ জুলাই ও ২৯ জুলাই। প্রথমে জানানো হয়েছিল, ২৭ জুলাই থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু নতুন সূচিতে তা এগিয়ে এসেছে। ফলে জুলাই মাসেই টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়ে যাচ্ছে। সবকটি ম্যাচই হবে পাল্লেকেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।
১ আগস্ট থেকে শুরু হবে একদিনের সিরিজ। বাকি দুটি ম্যাচ হবে ৪ আগস্ট ও ৭ আগস্ট। ওয়ানডে ম্যাচগুলি হবে কলম্বোতে।

[আরও পড়ুন: ‘ইয়ামালের থেকে আশীর্বাদ পেয়েছে মেসি!’, ভাইরাল ছবি ঘিরে দাবি স্পেনের বিস্ময় কিশোরের বাবার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জাতীয় দলের হেড কোচ তিনি।
  • স্বয়ং বোর্ড সচিব জয় শাহ সোশাল মিডিয়ায় এই খবর দিয়েছেন।
  • হেড কোচ হওয়ার পরে গৌতম গম্ভীর ভারতীয় দলের জন্য বার্তা দিয়েছেন।
Advertisement